Header Ads

Rule of Tage Questions/tag question rules and examples

Tag question rules and examples

আসসালামু অলাইকুম। "বন্ধু পাঠশালা"-তে আপনাকে স্বাগতম।

আমরা দেখে থাকি আমাদের দেশের স্কুলগুলোতে বিভিন্ন কোম্পানির ইংরেজি গ্রামার বই পড়িয়ে থাকে। সেই গ্রামার বই গুলোতে আবার এক-এক শ্রেণির জন্য আলাদাভাবে গ্রামার আলোচনা করা হয়। এতে করে শিক্ষার্থীদের অনেক সময় বুঝতে কষ্ট হয়। সে কথা মাথায় রেখে আমরা সকল শ্রেণির উপযোগী একটি "ইংরেজি গ্রামার বই" তৈরি করেছি। সেটার নাম দিয়েছি "বিপি ইজি ইংলিশ গ্রামার"। "বন্ধু পাঠশালা"-এর পাঠকদের জন্য আমরা সেটা সিজির আকারে আলোচনা করছি। 


আজ থাকছে ১১তম পর্ব। এ পর্বে জানা যাবে:-
Tag Questions সম্পর্কে।।  Tag Question কাকে বলে? কত প্রকার ও কিকি? উদাহরণসহ বিস্তারিত আলোচনা। 



 Tag Questions


<>Tag শব্দের অর্থ লাগিয়ে দেয়া বা জুড়ে দেয়া এবং Question শব্দের অর্থ প্রশ্ন। সাধারণ কথোপকথনের সময় কোনো বক্তা তার বক্তব্যের সমর্থন আদায়ের জন্যে ঐ বক্তব্যের শেষে একটি ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে Tag Question বলে। যেমনঃ
i. I am late, aren’t I?
ii. Everyone likes me, don’t they?

<>Tag Question করার সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে-

1. প্রদত্ত sentence-টি অপরিবর্তিত অবস্থায় বসে+comma(,) বসে+tag question বসে+? বসে।

2. প্রদত্ত বাক্য positive হলে Tag হবে negative।

3. প্রদত্ত বাক্য negative হলে Tag হবে positive।

4. ব্যবহৃত verb এর সংক্ষিপ্ত রূপ হবে।

5. Subject এর pronoun রূপ হবে।

6. বাক্যে Principal ও Sub-ordinate clause থাকলে Principal clause এর করতে হবে।

7. Interrogative sentence এর Tag হয় না।

8. May verb এর সংক্ষিপ্ত রূপ অপ্রচলিত বিধায় may ব্যবহার করে Tag করা ঠিক নয়।


#Verb এর ব্যবহারঃ-
Rule 1 :- মূল বাক্যে সাহায্যকারী verb থাকলে tag হিসেবে number ও person অনুযায়ী ঐ সাহায্যকারী verb বসে। যেমনঃ
i. I shall never tell a lie, shall I?
ii. They were playing, weren’t they?
iii. He has not done the work, has he?

Rule 2 :- সাহায্যকারী verb না থাকলে মূল verb এর শেষে s/es থাকলে does আর s/es না থাকলে do বসে। past ind. Tense হলে did বসে। যেমনঃ-
i. He reads a book, doesn’t he?
ii. We play football, don’t we?
iii. Mim sang well, didn’t she?

Rule 3 :- Subject - I এর am থাকলে aren’t হয়। আর am not থাকলে am I হয়। যেমনঃ
i. I am a student, aren’t I?
ii. I am not a doctore, am I?


#Let এর ব্যবহারঃ-
• Rule 1 :- Let us/Let’s (প্রস্তাব বোঝায়) থাকলে Shall we হবে। যেমনঃ-
i. Let us go home, shall we?
ii. Let’s have a walk, shall we?

Rule 2 :- Let এর পর us না থেকে অন্য কিছু থাকলে will you হবে। যেমনঃ-
i. Let me do the work, will you?
ii. Let her come in, will you?


#Will এর ব্যবহারঃ-
Rule 1 :- Imperative sentence এর Tag ‘will’ দিয়ে শুরু হয়। যেমনঃ-
i. Open the windows, will you?

Rule 2 :-বাক্যের শুরুতে do not/Don’t/Never থাকলে will you হয়। যেমনঃ-
i. Don’t tell it again, will you?
ii. Do not hate the poor, will you?

Rule 3 :- Positive request(অনুরোধ)/command(আদেশ) এর ক্ষেত্রে tag টি positive হতে পারে আবার negative ও হতে পারে। যেমনঃ-
i. Shut the door, will you?
ii. Respect the old, won’t you?


#It এর ব্যবহারঃ-
Rule 1 :- Nothing, Anything, Everything, Something থাকলে it হয়। যেমনঃ-
i. Nothing is impossible, is it?
ii. Everything looked beautiful, didn’t it?
iii. Something should be done, shouldn’t it?

Rule 2 :- কোন sentence এ subject ইতর প্রাণী, শিশু, বস্তু, জড় পদার্থ বা মানুষের গুণের নাম থাকলে it হয়। যেমনঃ-
i. The baby is crying for it’s mother, isn’t it?
ii. The pen was lost, wasn’t it?
iii. How fine the full moon looks, doesn’t it/she?

Rule 3 :-This/that থাকলে tag it হয়। যেমনঃ-
i. This is a book, isn’t it?


#They এর ব্যবহারঃ-
Rule 1 :- Everyone, Everybody, Somebody, Someone, Anyone, Anybody, All, All of them, Some of them, Many of them, Most of them, Each of them, Some+noun থাকলে they হয়। যেমনঃ-
i. Every mother loves her child, don’t they?
ii. All of them are brilliant, aren’t they?
iii. Some students are irregular, aren’t they?

Rule 2 :- No one, Nobody, None, Neither, None of them থাকলে they হয়। যেমনঃ-
i. Nobody called me, did they?
ii. None can do it, can they?
iii. Neither of them, did they?

$এগুলো সব না বোধক তাই Tag হবে positive।

Rule 3 :-These/those- subject থাকলে they হয়। যেমনঃ-
i. These are my book, aren’t they?

Rule 4 :- We ব্যতিত কোন sentence এ subject plural থাকলে they হয়। যেমনঃ-
i. Fishes can swim, can’t they?
ii. Birds can’t swim, can they?


#You ও We এর ব্যবহারঃ-
Rule 1 :- কোন sentence এ subject হিসাবে All of, none of, some of, most of, everyone of each of many of এর পরে you থাকলে you হয়। আর us থাকলে we হয়। যেমনঃ-
i. All of you know English, don’t you?
ii. Everyone of us helped the man, didn’t we?

@অন্য কিছু নিয়মঃ-
Rule 1 :-Thank you, good morning/Night, good bye থাকলে don’t I হয়। যেমনঃ-
i. Thank you, don’t I?
ii. Good morning, Noyon, don’t I?
Rule 2 :- Verb বিহিন Exclamatory sentence থাকলে isn’t it হয়। যেমনঃ-
i. How odd, isn’t it?
- - - - - - - - - - - - - 0 0 0 - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - 0 0 0 - - - - - - - - - - - - - - -

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.