Header Ads

এসএসসি ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাস ও মানবন্টন - বন্ধু পাঠশালা

আসসালামু আলাইকুম। "বন্ধু পাঠশালা" -তে আপনাকে স্বাগতম। 

কোভিড-১৯ প্রেক্ষিতে এসএসসি পরীক্ষা-২০২২ সংক্ষিপ্ত সিলেবাসে ৫০ নম্বরের প্রশ্নপত্রের আলোকে অনুষ্ঠিত হবেআন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ৫০ নম্বরের প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশনাস্বরূপ পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূদ্ধি ও মানবন্টন প্রকাশ করেছে। "বন্ধু পাঠশালা"-এর পাঠকদের অনুশীলনের সুবিধার্থে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও মানবন্টন নিচে দেওয়া হল:- 

এসএসসি-২০২২ সংক্ষিপ্ত সিলেবাস পিডিএফ

*** আবশ্যিক ও ব্যবহারিক পরীক্ষাবিহীন বিষয়সমূহে (ইংরেজি ১ম ও ২য় পত্র ব্যতীত) CQ অংশে ৪টি প্রশ্নের উত্তরে ৪০-এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ৭০ নম্বরে এবং MCQ অংশে ১৫টি প্রশ্নের উত্তরে ১৫-এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ৩০ নম্বরে রূপান্তর করা হবে। ব্যবহারিক পরীক্ষাযুক্ত বিষয়সমূহে CQ অংশে ৩টি প্রশ্নের ৩০-এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ৫০ নম্বরে এবং MCQ অংশে ১৫টি প্রশ্নের উত্তরে ১৫-এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ২৫ নম্বরে রূপান্তর করা হবে এবং অবশিষ্ট ২৫ নম্বর ব্যবহারিকের জন্য বরাদ্দ থাকবে।

<>ইংরেজি ১ম ও ইংরেজি ২য় পত্রের পরীক্ষা ২ ঘণ্টা করে অনুষ্ঠিত হবে। প্রতিটি পত্রের ৫০ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে রূপান্তর করা হবে।

<>পরীক্ষার সময় : ০২ ঘণ্টা (MCQ/নৈর্ব্যক্তিক ২০ মিনিট ও CQ/রচনামূলক ০১ ঘণ্টা ৪০ মিনিট)

======Bondhu Pathshala====== 

Revised Marks Distribution of English First Paper Due to COVID-19 Pandemic

SSC Examination 2022

Total Marks : 50


 *[Chapters:- 3, 4, 5, 7, 11]


Reading (Marks 30)

<>Seen passage 1

★ Multiple Choice Questions (MCQ) = 1x5=5

★ Answering questions (open ended and close ended) = 2*4=8


<>Seen passage 2

★Gap filling without clues = 0.5x10=5

★Matching = 1x4=4


<>Seen passage 3 

★Information transfer = .5x6=3

★ Summarizing =5


<>Writing (Marks 20)

★Writing paragraph answering questions = 8

★Writing an email = 7

★Writing a dialogue = 5

                Total Marks = 50

======Bondhu Pathshala======


Revised Marks Distribution of English Second Paper Due to COVID-19 Pandemic
SSC Examination 2022 
Total Marks : 50



Grammar (30 marks)

1. Gap filling activities without clues (to test prepositions, articles, zero articles) = 5x10-5

2. Right forms of verbs = 5x10-5

3. Changing sentences (change of voice, change of degrees. affirmative to negative. assertive to exclamatory, exclamatory to assertive, assertive to imperative) = 1x5=5

4. Use of suffix and prefix = 5x10-5

5. Tag questions = 1x5=5

6. Punctuations = .5x10=5


Composition (20 marks)

7. Writing CV with cover letter = 10

8. Formal letters (complaint letter, notice.) = 10

                Total Marks = 50

======Bondhu Pathshala======

এছাড়াও বাকী বিষয়গুলো আগের সিলেবাস অনুসারে হবে :-

সেখানে, রচনামূলক প্রশ্ন থাকবে ১১টি, যে কোন ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে (৪*১০=৪০) সময়- ১:৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক থাকবে ৩০টি যে কোন ১৫টির উত্তর দিতে হবে (১*১৫= ১৫) সময়- ২০ মিনিট। 
======Bondhu Pathshala======

এ বছর যে সকল বিষয়ে পরীক্ষা হবে তা হলো:-

১। বাংলা ১ম পত্র 
২। বাংলা ২য় পত্র
৩। ইংরেজি ১ম পত্র
৪। ইংরেজি ২য় পত্র
৫। গণিত

৬। পদার্থবিজ্ঞান
৭। রসায়ন
৮। উচ্চতর গণিত
৯। জীববিজ্ঞান

১০। হিসাববিজ্ঞান
১১। ব্যাবসায় উদ্দ্যোগ
১২। ফিন্যান্স ও ব্যাংকিং

১৩। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৪। ভূগোল ও পরিবেশ
১৫। পৌরনীতি ও নাগরিকতা
১৬। অর্থনীতি

১৭। গার্হস্থ্য বিজ্ঞান
১৮। কৃষিশিক্ষা
১৯। চারু ও কারুকলা
২০। সংগীত 
২১। শারীরিক শিক্ষা ও ক্রীড়া  
২২। সহজ বাংলা প্রথম পত্র 
২৩। বাংলা দ্বিতীয় পত্র 
২৪। আরবি 
২৫। সংস্কৃতি 
২৬। পালি
======Bondhu Pathshala======
পিডিএফ ফাইল পেতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.