Header Ads

A Winter Morning Paragraph-একটি শীতের সকাল অনুচ্ছেদ।। বন্ধু পাঠশালা

Answer the following questions to write a paragraph on 'A Winter Morning'.

[DjB-2015; CB,DjB-2014; DB, SB-2009, BB-2019, 2003)

(a) How is a winter morning? (b) How do animals feel? (c) How do people feel in a winter morning (d) When do people get up? (e) What do children and people do in a winter morning? (f) What kinds of food do people eat?

Winter Morning Paragraph


Ans.

A Winter Morning

Of the six seasons, the winter is undoubtedly the coldest season in Bangladesh. There remains dense fog all around in winter. Sometimes, the fog is so dense that the sun rays cannot get through it Everything looks hazy. As a result, communication system is disrupted. And it causes much hardship to the people. Sometimes, cold waves blow throughout the country. The sun having risen, the old and the children enjoy basking in the sun to get rid of cold. The dew drops on the grass and the leaves sparkle like pearls in the rays of the morning sun. This scene makes the earth look attractive. The date juice sellers become busy in selling date juice from door to door. People from all walks of life, specially the villagers enjoy eating native cakes which are called 'Pithas' in Bangla. The scene of a winter morning is very transitory. This scene starts disappearing as the day advances.


অনুবাদ:

একটি শীতের সকাল

ষড়ঋতুর মধ্যে বাংলাদেশে শীতকাল নিঃসন্দেহে সবচেয়ে ঠাণ্ডা ঋতু। শীতকালে চারিদিকে ঘন কুয়াশা থাকে। মাঝে মাঝে কুয়াশা এত গভীর থাকে যে সূর্যের আলো তা ভেদ করতে পারে না। সবকিছু ঝাপসা দেখায়। ফলে মাঝে মাঝে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। আর এটা লোকজনের জন্য বেশ সমস্যার সৃষ্টি করে। কখনও কখনও দেশব্যাপী শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়। সূর্যোদয় হলে বৃদ্ধ-বনিতা শীত থেকে রক্ষা পেতে রোদ পোহায়। প্রাতের সূর্যরশ্মিতে ঘাসের ও পাতার ওপরে শিশির বিন্দুগুলো মুক্তার মতো জ্বলজ্বল করে। এ দৃশ্য পৃথিবীকে আকর্ষণীয় করে তোলে। খেজুররস বিক্রেতারা দ্বারে দ্বারে খেজুরের রস বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সব শ্রেণির মানুষ বিশেষত গ্রামবাসীরা তাদের দেশীয় কেক যাকে বাংলায় পিঠা বলা হয়, খাওয়া উপভোগ করে। শীতের সকালের দৃশ্য খুবই ক্ষণস্থায়ী। দিন বাড়ার সাথে সাথে এ দৃশ্য অদৃশ্যমান হতে থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.