Header Ads

প্রকাশিত হল এইচএসসি-২০২২ পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচী এবং মানবন্টন

 
এইচএসসি-২০২২ পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচী এবং মানবন্টন

প্রকাশিত হল এইচএসসি-২০২২ পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচী এবং মানবন্টন 

গত ১১ ই মে ২০২২ "মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড" কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচী এবং মানবন্টন।

ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের এইচএসসি পরীক্ষা হবে দুই ঘন্টা। যেখানে cq অর্থাৎ রচনামূলক পরীক্ষার জন্য থাকবে ১ ঘন্টা ৪০ মিনিট এবং mcq অর্থাৎ নৈবত্তিক এর জন্য থাকবে ২০ মিনিট।

ঐখানে আরও বলা হয়, যে বিষয়গুলোতে ব্যবহারিক থাকবে না সে বিষয়গুলো ১১টি রচনামূলক প্রশ্ন পড়বে। সেখান থেকে যে কোন ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং ৩০টি নৈবত্তিক থাকবে সেখান থেকে ইচ্ছামতো যেকোনো ১৫টি টিকের উত্তর দিতে হবে।

ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরের।  

ঐ বিজ্ঞপ্তিতে আরও জানান হয় যে, ১১টি রচনামূলক প্রশ্ন থেকে যে কোন ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাতে নাম্বার থাকবে প্রতিটি প্রশ্নের জন্য ১০ করে। মোট নম্বর হবে ৪ দশকের ৪০ নম্বর। আর ৩০টি নৈবত্তিক থেকে ১৫ টি নৈবিত্তিক এর উত্তর করতে হবে। সেখানে থাকবে প্রতি তার জন্য ১ নম্বর করে।  এখানে ১৫টি জন্য ১৫ নম্বর থাকবে। সর্বমোট নাম্বার হবে রচনামূলক এবং নৈবত্তিক দিয়ে ৫৫।

মোট পরীক্ষা হবে দুই ঘণ্টায় ৫৫ নম্বার এর। 

এই ৫৫ নম্বরের উত্তর কে ১০০ নম্বরের রূপান্তর করা হবে। যেখানে ৪০ নম্বর কে ৭০ নম্বর এ রূপান্তর করা হবে। এবং ১৫ নম্বর কে ৩০ নম্বরের রূপান্তর করা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষার ফলাফল দেয়া হবে।

আর যেসব বিষয়ের ব্যবহারিক থাকবে, সেগুলোতে ৮ টি প্রশ্ন থাকবে। সেখান থেকে যে কোন ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেখানে নাম্বার হবে ৩ দশকের ৩০। এবং ২৫ নৈবত্তিক থাকবে সেখান থেকে যে কোনো ১৫ টি উত্তর দিতে হবে। প্রতিটি জন্য থাকবে ১ নম্বর করে। রচনামূলক এবং নৈবত্তিক নিয়ে সর্বমোট নম্বর হবে ৪৫। ৪৫ নম্বর ৭৫ নম্বর পরিবর্তন করা হবে এবং বাকি ২৫ নম্বর থাকবে ব্যবহারের জন্য।

পরীক্ষার নাম্বার ও মানবন্টন পিডিএফ পেতে চাইলে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.