জেএসসি-২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সারাংশ লিখন
![]() |
সারাংশ লিখন |
০১.
কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো? বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। এখন আমরা যে বাংলা ভাষা বলি, এক হাজার বছর আগে তা ঠিক এমন ছিল না। সে-ভাষায় এ-দেশের মানুষ কথা বলত, গান গাইত, কবিতা বানাত। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার। (রা.বো. ১৯ : সি.বো., ১৯)
সারাংশ: ভাষার প্রধান গুণ বদলে যাওয়া। সময়ের সঙ্গে মানুষের মুখে মুখে বদল ঘটে ভাষার ধ্বনি বা ধ্বনিসমষ্টির। শব্দের সঙ্গে সঙ্গে অর্থেরও পার্থক্য তৈরি হয়। আর এভাবেই হাজার বছরের পথ-পরিক্রমায় বাংলা ভাষার জন্ম হয়েছে।
======================================
০২.
আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ-রস-শব্দ-স্পর্শ-গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয় সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায়— নানারূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, কবি, সাহিত্যিক। পুরাকালের গুহামানব থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে, সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে। তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা। (ম.বো.১৯; দি বো.১৮,১৭. সি. বো. ১৮, জু. স্কু.সা.প. ১৩)
সারাংশ: নানারকম শিল্পকলার মধ্য দিয়ে মনের আনন্দ প্রকাশ পায়। মানুষ এসব শিল্পকলাকে আবার নানা মাত্রায় ও আঙ্গিকে সুবিন্যস্ত করেছে, যা সুপ্রাচীন কাল থেকে আজকের আধুনিক সমাজজীবন পর্যন্ত বিস্তৃত। এভাবেই মানুষ তার অনুভূতিকে সবার মাঝে ছড়িয়ে দিয়েছে।
======================================
কোন মন্তব্য নেই