Header Ads

Tree Plantation Paragraph।।বৃক্ষরোপণ অনুচ্ছেদ

<>Answer the following questions to write a paragraph on 'Tree Plantation', [Dj B-2016, BB-2016. CrgB-2015. JB-2014, RB-2009, DB-2008. RB-2004]

 (a) What does a tree do for us? (b) What happens if there are no trees? (c) What is the effect of the loss of trees? (d) How can we make the earth greener, cleaner and safer? (e) What part do people play in protecting trees and increasing forests?

Tree Plantation Pragraph


Tree Plantation

Tree plantation means planting trees at a large scale in a planned way. Trees are our friends. They give us shade, various kinds of fruits firewood as fuel for cooking timber for furniture, doors and windows, boats, electric poles, railway slippers, etc. They give us rubber, too. Trees take in carbon dioxide and produce oxygen. Sufficient trees cause sufficient rainfall and prevent draught. Trees along the roadside and coastal areas prevent erosion and tidal bore. But many inconsiderate people cut down trees for their selfish interest. So, we are losing trees. Hence, tree plantation must be taken as a project. The more we plant trees, the more our environment will be balanced and greener. In Bangladesh, tree plantation is compulsory because we do not have much forest as we require to maintain the ecological balance. Making the people conscious of it by holding various seminars and meetings, tree plantation campaign may be successful. The mass media like TV and radio can play vital roles to inspire people for tree plantation. To make life peaceful, there is no alternative to tree plantation.



বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ বলতে বোঝায় বড় পরিসরে পরিকল্পিতভাবে গাছ লাগানো। গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের ছায়া দেয় নানা প্রকার ফল দেয়, রান্নার জন্য আমাদেরকে জ্বালানি হিসেবে কাঠ দেয় আসবাবপত্র, দরজা, জানালা, নৌকা, বৈদ্যুতিক থাম এবং রেলওয়ে পাতের জন্য আমাদেরকে কাঠ দিয়ে থাকে। তারা আমাদেরকে রাবারও প্রদান করে। গাছপালা কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে। পর্যাপ্ত গাছপালা পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটায় এবং খরা রোধ করে। রাস্তার পাশের গাছপালা ভূমিক্ষয় আর উপকূলবর্তী গাছপালা জলোচ্ছ্বাস প্রতিরোধ করে। কিন্তু অনেক অবিবেচক লোক তাদের স্বার্থের জন্য অবিরত বৃক্ষ নিধন করছে। সুতরাং আমরা বৃক্ষ হারাচ্ছি। বৃক্ষরোপণকে একটি প্রকল্প হিসেবে নিতে হবে। আমরা যত বৃক্ষরোপণ করব পরিবেশ তত ভারসাম্যপূর্ণ এবং সবুজ হবে। বাংলাদেশে বৃক্ষরোপণ অত্যাবশ্যক কারণ পরিবেশের ভারসাম্য বজায় রাখার মতো প্রয়োজনীয় বনভূমি আমাদের নেই। বিভিন্ন সভা-সমাবেশ করে লোকজনকে সচেতন করলে বৃক্ষরোপণ অভিযান সফল হতে পারে। টিভি আর বেতার এর মতো গণমাধ্যম জনগণকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে আকর্ষণীয় কর্মসূচি গ্রহণ করতে পারে। জীবনকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.