Header Ads

এসএসসি ২০২২ ১৪শ সপ্তাহের গণিত এবং হিসাববিজ্ঞান এসাইনমেন্ট উত্তর

 
Ssc2022 14 week assignment answer

এসএসসি ২০২২ ১৪শ সপ্তাহের হিসাববিজ্ঞান এসাইনমেন্ট উত্তর

(ক) নং প্রশ্নের উত্তর
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণাঃ ব্যবসায়ের সকল লেনদেন দুইভাগে বিভক্ত। মুনাফা ও মূলধন জাতীয়। মূলধন জাতীয় লেনদেনের সুবিধা ভোগের মেয়াদ মুনাফা জাতীয় লেনদেন অপেক্ষা অধিক মুনাফা জাতীয় লেনদেন যেখানে নিয়মিত সংঘটিত হয়, সেখানে মূলধন জাতীয় লেনদেন অনিয়মিত।
যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং লেনদেন নিয়মিত সংঘটিত হয় না, তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। অপরদিকে, যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদি সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত ছোট এবং লেনদেন নিয়মিত সংঘটিত হয়, তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে।

(খ) নং প্রশ্নের উত্তর
মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ঃ যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, তাই মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যবসায়ে মূলধন আনয়ন, ব্যাংক হতে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ (আসবাবপত্র, জমি, যন্ত্রপাতি ইত্যাদি) বিক্রয় প্রভৃতি মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ।
ধরা যাক, একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হলো ৭০,০০০ টাকা এবং এর ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য ৫৫,০০০ টাকা। এখানে মূলধনী আয় হয়েছে (৭০,০০০ ৫৫,০০০) বা, ১৫,০০০ টাকা। লক্ষ রাখতে হবে যে মূলধন জাতীয় প্রাপ্তি ৭০,০০০ টাকায় সবটুকুই মূলধন জাতীয় আয় নয় । 

মূলধন জাতীয় ব্যয়ঃ যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং ১ বছরে অধিক সময় সুবিধা ভোগ করা যায়, ঐ সকল ব্যয়ই মুলধন জাতীয় ব্যয়। স্থায়ী সম্পদ (জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটরগাড়ি ইত্যাদি) ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ (সম্পদ ক্রয়ের আমদানি শুল্ক, জাহাজ ভাড়া পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় প্রভৃতি) মূলধন জাতীয় ব্যয় স্বরুপ গণ্য।
ধরা যাক, মেশিন পুরনো হয়ে যাওয়ার পর ১২,০০০ টাকা মূল্যের নতুন যন্ত্রাংশ সংযোজন করে মেরামত করা হলো, ফলে মেশিন সচল হওয়ার পাশাপাশি তার মেয়াদও বৃদ্ধি পাবে।

মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়ঃ যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় তাই মুনাফা জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয়লবদ্ধ অর্থ, ব্যাংকে জমা টাকার সুদ, প্রাপ্ত বাড়িভাড়া, কমিশন ইত্যাদি মুনাফা জাতীয় প্রাপ্তির উদাহরণ।
ধরা যাক হিসাবকাল ২০১৯ সালে ভাড়া পাওয়া গেল ৬০,০০০ টাকা কিন্তু এর মধ্যে ১০,০০০ টাকা পরবর্তী বছর অর্থাৎ ২০২০ সাল সংক্রান্ত। এক্ষেত্রে ২০১৯-এর মুনাফা জাতীয় প্রাপ্তি ৬০,০০০ টাকা এবং মুনাফা জাতীয় আয় (৬০,০০০-১০,০০০) বা, ৫০,০০০ টাকা।

মুনাফা জাতীয় প্রদান/ব্যয়ঃ ব্যবসায়ের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, তাকে মুনাফা জাতীয় প্রদান/ব্যয় করা হয়। যেমন-পণ্য ক্রয়, ভাড়া পরিশোধ, বেতন পরিশোধ, মনিহারি দ্রব্যাদি ক্রয়, বিজ্ঞাপন খরচ ইত্যাদি মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ।
চলতি হিসাবকালের সঙ্গে প্রায়ই বিগত হিসাবকালের বকেয়া এবং পরবর্তী হিসাবকালের খরচ অগ্রিম পরিশোধ করা হয়। চলতি, বিগত ও হিসাবকাল সংশ্লিষ্ট মোট পরিশোধকৃত অর্থ মুনাফা জাতীয় প্রদান, শুধু চলতি হিসাবকালের অংশটুকুই মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে।









আরও দেখুন : এসএসসি ২০২২ ১৪শ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট উত্তর 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.