প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - বাংলা ।। শেষ মুহূর্তের প্রস্তুতি।। মডেল টেস্ট ।। বন্ধু পাঠশালা
![]() |
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - বাংলা ।। শেষ মুহূর্তের প্রস্তুতি।। মডেল টেস্ট |
বাংলা বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ৭ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং দুটি অনুচ্ছেদ থেকে ৮ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে(৮+৭)=১৫।এবং একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০ বাংলায় মোট ২৫ নম্বর
সঠিক উত্তরে টিক () চিহ্ন দাও
১. কখন শিউলি ফুল ফোটে?
ক. আশ্বিন মাসে খ. কার্তিক মাসে গ. দিনের বেলায় ঘ. মাঘ মাসে
২. হিন্দুদের প্রধান ধর্মীয় উত্সব কোনটি?
ক. লক্ষ্মীপূজা খ. বৌদ্ধ পূর্ণিমা গ. দুর্গাপূজা ঘ. রথ উত্সব
৩. ‘দেশান্তর’ শব্দের অর্থ কী?
ক. অন্য ঘর খ. অন্য দেশ গ. জায়গা ঘ. কোথাও
৪. পৃথিবীর বৃহৎ স্থলচর প্রাণী কোনটি?
ক. হাতি খ. ওলবাঘ গ. রয়েল বেঙ্গল টাইগার ঘ. গন্ডার
৫. সুন্দরবন বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
ক. উত্তরে খ. দক্ষিণে গ. পূর্বে ঘ. পশ্চিমে
৬. বাংলাদেশের জাতীয় প্রাণী কোনটি?
ক. দোয়েল খ. ইলিশ গ. রয়েল বেঙ্গল টাইগার ঘ. হাতি
৭. বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণী কোনটি?
ক. শকুন খ. বাঘ গ. হাতি ঘ. চিত্রা হরিণ
৮. ‘তিরিক্ষি’ শব্দের অর্থ কী?
ক. খুব কঠিন খ. খারাপ মেজাজ গ. ভালো আচরণ ঘ. দুষ্টু প্রকৃতি
৯. ‘মেদিনী’ শব্দের অর্থ কী?
ক. নগর খ. জনপদ গ. পৃথিবী ঘ. মানুষ
১০. বনের হাতিটির মেজাজ কেমন ছিল?
ক. শান্ত খ. উগ্র গ. তিরিক্ষি ঘ. কোমল
সঠিক উত্তরঃ ১.ক ২.গ ৩.খ ৪.ক ৫.খ ৬.গ ৭.ক ৮.খ ৯.গ ১০.গ
বহুনির্বাচনি প্রশ্ন
১. পোড়া মাটির ফলকের অন্য নাম কী?
ক. টেপা পুতুল খ. টেরাকোটা গ. শখের হাঁড়ি ঘ. মৃৎশিল্প
২. কান্তজির মন্দির কে নির্মাণ করেন?
ক. রাজা রমাদেব খ. মহারাজা রামনাথ গ. যুবরাজ উদয় নাথ ঘ. যুবরাজ দেব নাথ
৩. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. করতোয়া খ. শীতলক্ষ্যা গ. যমুনা ঘ. কর্ণফুলী
৪. শহিদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
ক. ২১ ফেব্রুয়ারি খ. ২৬ মার্চ গ. ১৪ এপ্রিল ঘ. ১৪ ডিসেম্বর
৫. রণদা প্রসাদ সাহাকে কী নামে ডাকা হতো?
ক. নেতা খ. বন্ধু গ. মুক্তিযোদ্ধা ঘ. দানবীর
৬. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’— গানটির সুরকার কে?
ক. আলতাফ মাহমুদ খ. মুনীর চৌধুরী গ. আপেল মাহমুদ ঘ. মোস্তফা কামাল
৭. উয়ারী–বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
ক. কুমিল্লা খ. নরসিংদী গ. বগুড়া ঘ. পাবনা
৮. বাদশাহ আলমগীর কার ওপর অসন্তষ্টি প্রকাশ করলেন?
ক. শিক্ষকের খ. নিজের ছেলের গ. সেনাপতির ঘ. ভাইয়ের
৯. জগদীশ চন্দ্র বসু কত সালে অতিক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন?
ক. ১৮৮২ সালে খ. ১৮৮৫ সালে গ. ১৮৯৫ সালে ঘ. ১৮৯৮ সালে
১০. বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনির নাম কি?
ক. নিরুদ্দেশের কাহিনি খ. ইটি গ. মহাকাশ যাত্রা ঘ. চন্দ্র অভিযান
১১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১২ সালে খ. ১৯১৩ সালে গ. ১৯১৬ সালে ঘ. ১৯২৪ সালে
১২. বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক. মদিনায় খ. মক্কায় গ. আরাফাত ময়দানে ঘ. জেদ্দায়
১৩. আরাফাতের ময়দানে কত লাখ মানুষ হজ পালন করতে আসেন?
ক. প্রায় এক লাখ খ. প্রায় দুই লাখ গ. প্রায় তিন লাখ ঘ. প্রায় চার লাখ
১৪. মহানবী (সা.) কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বলেন?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. আটটি
১৫. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
ক. জাপান খ. কানাডা গ. ভারত ঘ. রাশিয়া
১৬. মওলানা ভাসানী পল্টন ময়দানে কত সালে ভাষণ দেন?
ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৫ সালে
১৭. মওলানা ভাসানী টাঙ্গাইলে কোন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন আহ্বান করেন?
ক. কাগমারী সম্মেলন গ. টাঙ্গাইল সম্মেলন গ. সাহিত্য সম্মেলন ঘ. যুক্তফ্রন্ট সম্মেলন
১৮. ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধের বীর তিতুমীর কে ছিলেন?
ক. বাংলার প্রথম সৈনিক খ. বাংলার প্রথম শহিদ
গ. বাংলার প্রথম সেনাপতি ঘ. বাংলার প্রথম লাঠিয়াল
সঠিক উত্তর
১.খ ২.খ ৩.ক ৪.ঘ ৫.ঘ ৬.ক ৭.খ ৮.খ ৯.গ ১০.ক ১১.খ ১২.গ ১৩.খ
১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.ক ১৮.খ
বহুনির্বাচনি প্রশ্ন
১. ইস্টার সানডে ও বড়দিন উৎসব কারা পালন করে থাকে?
ক. চাকমারা খ. হিন্দুরা গ. বৌদ্ধরা ঘ. খ্রিষ্টানরা
২. রাজবংশীদের বসবাস কোন জেলায়?
ক. রাজশাহীতে খ. পাবনায় গ. জামালপুরে ঘ. কুমিল্লায়
৩. সাংগ্রাই ও বিজু কাদের উৎসব?
ক. চাকমা ও গারো খ. রাখাইন ও চাকমা গ. গারো ও রাখাইন ঘ. মুরং ও গারো
৪. বাংলাদেশের মানুষের জনজীবন কেমন?
ক. খুব সাধারণ খ. ভারি বৈচিত্র্যময় গ. সাধারণ ঘ. কঠিন
৫. ‘ঝিঙে ফুল’ কার লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ?
ক. জীবনানন্দ দাশ খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. কায়কোবাদ
৬. একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় কোন প্রাণীটি?
ক. ওলবাঘ খ. ক্যাঙারু গ. গন্ডার ঘ. বনরুই
৭. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. কুমিল্লায় খ. নড়াইলে গ. পাবনায় ঘ. ফরিদপুরে
৮. মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা কোন বন্দর দখল করে নেয়?
ক. চট্টগ্রাম বন্দর খ. পায়রা বন্দর গ. মোংলা বন্দর ঘ. ভৈরব বন্দর
৯. মাটির তৈরি শিল্পকর্মের প্রধান উপকরণ কোনটি?
ক. পরিষ্কার মাটি খ. পরিষ্কার দোঁ–আশ মাটি গ. পরিষ্কার এঁটেল মাটি ঘ. বেলে মাটি
১০. আনন্দপুরে মেলা কখন বসে?
ক. ১৬ ডিসেম্বর খ. পহেলা বৈশাখ গ. একুশে ফেব্রুয়ারি ঘ. পহেলা ফাল্গুন
১১. আমাদের দেশের প্রাচীন শিল্প কোনটি?
ক. চারুশিল্প খ. দারুশিল্প গ. কারুশিল্প ঘ. মৃৎশিল্প
সঠিক উত্তর
১.ঘ ২.গ ৩.খ ৪.খ ৫.গ ৬.খ ৭.খ ৮.গ ৯.গ ১০.খ ১১.ঘ
বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখো:
১. প্রশ্ন: একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এদেশে রয়েছে নানা ধর্মের লোক
উত্তর: একই দেশ, অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক।
২. প্রশ্ন: বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা
উত্তর: বনের কারো মনে শান্তি নেই। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা।
৩. প্রশ্ন: বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ থাকে সুন্দরবনে এ বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ংকর এর চালচলনও রাজার মতো
উত্তর: বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ থাকে সুন্দরবনে। এ বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ংকর। এর চালচলনও রাজার মতো।
৪. প্রশ্ন: একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে
উত্তর: একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে।
অনুচ্ছেদ পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করো
১। দুই বোন মা-বাবার আদরের ছায়ায় বড় হয়। স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়ে বেণির সঙ্গে গেঁথে রাখে। ফড়িং ধরে। আবার আকাশে উড়িয়ে দেয়। ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে। জসীম মিয়া ওদের কপালে চুমু দিয়ে বলে, আমার মেয়েগুলোর অনেক বুদ্ধি। অনেক বড় হ মা। চাইলে লেখাপড়ার জন্য তোদের আমি ঢাকা পাঠাব। দুই বোন খুশিতে হাততালি দেয়। মা-বাবা ওদের উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে থাকে। একদিন জসীম মিয়া বাজারে যায়। সেখান থেকে দুই সের চাল-ডাল কিনে বাড়ি ফিরে বারান্দায় ধপাস করে বসে পড়ে। ছুটে আসে রাহেলা বানু।
উত্তর: নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হলো—
ক. জসীম মিয়া কে?
খ. স্কুলে যাওয়ার পথে দুই বোন বেণির সঙ্গে কী গেঁথে রাখে?
গ. কেন দুই বোন খুশিতে হাততালি দেয়?
ঘ. জসীম মিয়া লেখাপড়ার জন্য মেয়েদের কোথায় পাঠাতে চায়?
ঙ. দুই বোন কীভাবে বড় হয়?
২। একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে। এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল। শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপেরা রোদ পোহায়। সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভেড়ে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া। সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আসে, ছেলেরা জলে ভেলা ভাসায়। একটি নদী দুই তীরের মানুষকে কী সুন্দর মিলিয়ে দিয়েছে।
উত্তর: অনুচ্ছেদ পড়ে নিচে পাঁচটি প্রশ্ন তৈরি করা হল:
ক. নদীর তীরে তীরে কী ফুটে থাকে?
খ. শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে কেন?
গ. চকাচকিরা কখন ঘর বাঁধে?
ঘ. কোথায় কচ্ছপেরা রোদ পোহায়?
ঙ. কীভাবে একটি নদী দুই তীরের মানুষকে মিলিয়ে দিয়েছে?
নিচের যুক্তবর্ণ বিভাজন বাক্যে প্রয়োগ করো
ক্ট = ক + ট = অক্টোপাস সামুদ্রিক প্রাণী।
ক্ত = ক + ত = সিংহ শক্তিশালী প্রাণী।
ক্ষ্ণ= ক + ষ + ণ = তীক্ষ্ণ মেধাবীরা জীবনে বড় হয়
গ্ন = গ + ন = সৌরভ মগ্ন হয়ে গান শুনছে
ঘ্ন = ঘ + ন = পড়ায় বিঘ্ন ঘটে, এমন কিছু কোরো না।
ঙ্ক = ঙ + ক = অঙ্কটা বেশ সহজ ছিল।
ঙ্খ = ঙ +খ = রাজকুমার পঙ্খিরাজে চড়ে উড়াল দেয়।
ক্ল = ক + ল = ক্লান্ত শরীরে বিশ্রাম প্রয়োজন।
ক্ষ = ক + ষ = প্রাণী, বৃক্ষলতা প্রকৃতির দান।
ক্স = ক + স = কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত।
গ্ধ = গ + ধ = সমুদ্র সৈকত দেখে মুগ্ধ হলাম।
গ্ন = গ + ন = সৌরভ মগ্ন হয়ে গান শুনছে।
ঙ্গ = ঙ + গ = বান্দরবানের জঙ্গলে হাতি দেখা যায়।
চ্ছ = চ + ছ = শকুন আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে।
জ্ঞ = জ + ঞ = ভালো কাজ করার জন্য সবাইকে প্রতিজ্ঞা করা উচিত।
ঞ্ছ = ঞ + ছ = পিতা–মাতার কথা মেনে চলা বাঞ্ছনীয়।
ঞ্জ = ঞ + জ = পাঞ্জাবির রংটা সুন্দর।
ট্ট = ট + ট = চট্টগ্রাম একটি সুন্দর শহর।
ণ্ট = ণ + ট = মিণ্টু ভালো ফুটবল খেলে।
ণ্ড = ণ + ড = বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র।
বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ করো
১.প্রশ্ন: দেশ হইল জননীর মতো।
উত্তর: দেশ হলো জননীর মতো।
২.প্রশ্ন: দেশকে ভালোবাসতে হইবে।
উত্তর: দেশকে ভালোবাসতে হবে।
৩.প্রশ্ন: সবাইকে শ্রদ্ধা করিতে হইবে।
উত্তর: শ্রদ্ধা করতে হবে।
৪.প্রশ্ন: ঘুরিয়া ঘুরিয়া দেশ দেখিব।
উত্তর: ঘুরে ঘুরে দেশ দেখব।
৫.প্রশ্ন: ভালো কাজ করিবার ইচ্ছা থাকা দরকার।
উত্তর: ভালো কাজ করার ইচ্ছা থাকা দরকার।
৬.প্রশ্ন: টাইগার শুনিলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হইবে।
উত্তর: টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবে।
বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ করো
১. প্রশ্ন: কুমোরেরা নানা রকমের পাত্র বানাইতেছে।
উত্তর: কুমোরেরা নানা রকমের পাত্র বানাচ্ছে।
২. প্রশ্ন: মামা বলিলেন, এটা শখের হাঁড়ি।
উত্তর: মামা বললেন, এটা শখের হাঁড়ি।
৩. প্রশ্ন: মেলায় গিয়া অনেক কিছু দেখিলাম।
উত্তর: মেলায় গিয়ে অনেক কিছু দেখলাম।
৪. প্রশ্ন: শহরের কাকগুলো ঝাঁক বাঁধিয়া ডাকে
উত্তর: শহরের কাকগুলো ঝাঁক বেঁধে ডাকে।
৫. প্রশ্ন: পাখিদের কিচিরমিচির শুনিতে শুনিতে আমাদের ঘুম ভাঙে।
উত্তর: পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে আমাদের ঘুম ভাঙে।
৬. প্রশ্ন: তাহাদের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব হইবে না।
উত্তর: তাদের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব হবে না।
৭. প্রশ্ন: তাহারা বুঝিতে পারিয়াছিল তাহাদের পরাজয় অবধারিত।
উত্তর: তারা বুঝতে পেরেছিল তাদের পরাজয় অবধারিত
বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ করোঃ
১. প্রশ্ন: ভাষা আন্দোলনে অনেক অনেক ছাত্র শহিদ হইয়াছে।
উত্তর: ভাষা আন্দোলনে অনেক অনেক ছাত্র শহিদ হয়েছে।
২. প্রশ্ন: জল কোথায় পাইতে পারি?
উত্তর: জল কোথায় পেতে পারি?
৩. প্রশ্ন: মানুষ ঘাসফুল পিষিয়া ফেলিতেছে।
উত্তর: মানুষ ঘাসফুল পিষে ফেলছে।
৪. প্রশ্ন: ফুল ছিঁড়িয়া ফেলিতেছে।
উত্তর: ফুল ছিঁড়ে ফেলছে।
৫. প্রশ্ন: নদীর অন্যদিকে বিশাল চর পড়িতেছে।
উত্তর: নদীর অন্যদিকে বিশাল চর পড়ছে।
৬. প্রশ্ন: দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে।
উত্তর: দেখলাম আমি দাঁড়িয়ে তফাতে।
কোন মন্তব্য নেই