Header Ads

আর্থিক প্রতিবেদন কি? What is Financial Reporting? বন্ধ পাঠশালা

ব্যবসায়িক কার্যকলাপের আর্থিক অবস্থা নিরূপণ এবং মুনাফা অর্জনের ক্ষমতা নির্ধারণের জন্য বিভিন্ন রেকর্ডপত্র সংরক্ষণ করা হয় । এসব সংরক্ষিত তথ্য থেকে যে বিবরণী বা প্রতিবেদন তৈরি করা হয় তাকে আর্থিক বিবরণী বা আর্থিক প্রতিবেদন বলা হয় । অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সারা বছরের ব্যবসায়িক কার্যকলাপের সামগ্রিক ফলাফল প্রকাশের জন্য বছরের শেষে যে প্রতিবেদন তৈরি করা হয় তাকেই সাধারণত আর্থিক প্রতিবেদন বলে। 'আর্থিক প্রতিবেদন' এবং 'আর্থিক বিবরণী' বিষয় দুটি সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।

J. John Hampton বলেছেন, 'কোনো আর্থিক প্রতিবেদন কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে প্রতিষ্ঠানের অবস্থা দেখাতে পারে যেমন উদ্বৃত্ত পত্রে দেখানো হয় বা কোনো একটি নির্দিষ্ট সময়কালে কাজকর্মের অনুক্রম প্রকাশ করতে পারে যেমন আয় বিবরণীতে দেখানো হয়।'

AICPA-এর মতে, 'নির্দিষ্ট সময় অন্তর পরিচালকদের কাজের অগ্রগতি সম্বন্ধে অবহিত করার উদ্দেশ্যে আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করা হয় এবং এগুলো ব্যবসায়ে বিনিয়োগের অবস্থা এবং নির্দিষ্ট সময়ে অর্জিত আর্থিক ফলাফল সম্পর্কিত হয় ।

Smith ও Ashbourne - আর্থিক প্রতিবেদনের একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন। তাঁদের মতে, 'আর্থিক হিসারক্ষণের নীট ফল হলো প্রতিষ্ঠানের হিসাবরক্ষণের দ্বারা প্রস্তুত এমন কয়েকটি আর্থিক বিবরণী যেগুলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ করে, সাম্প্রতিক কাজকর্মের ফলাফল নির্দেশ করে এবং আয় সম্পর্কিত বিচার বিশ্লেষণ করে।'

অর্থাৎ, কোনো নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানে বিনিয়োজিত মূলধনের প্রকৃত স্থিতি এবং নির্দিষ্ট হিসাবরক্ষণকালে প্রতিষ্ঠানের অর্থনৈতিক কাজকর্মের নিট ফল সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপকদের অগ্রগতি সংক্রান্ত পর্যাবৃত্ত সমীক্ষা বা প্রতিবেদনকে আর্থিক প্রতিবেদন বলা হয় । এই আর্থিক প্রতিবেদন বা বিবরণী প্রস্তুত করা হিসাবরক্ষণ প্রক্রিয়ার প্রথম ধাপ নয় বরং বলা যায়, এই বিবরণী প্রস্তুত আর্থিক হিসাবরক্ষণের ফলশ্রুতি বা সর্বশেষ ধাপ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.