প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - গণিত ।। শেষ মুহূর্তের প্রস্তুতি।। মডেল টেস্ট।। বন্ধু পাঠশালা
![]() |
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - গণিত ।। শেষ মুহূর্তের প্রস্তুতি।। মডেল টেস্ট |
গণিত বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ১৫ নম্বরের ১৫ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, এবং একেকটি ৫ নম্বর করে দুটি সমস্যা সমাধামূলক প্রশ্ন থাকবে। সর্বমোট ২৫ নম্বর থাকবে গণিত থেকে।
সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও
১. ৩টি সংখ্যার গড় ১৫ এবং ২টি সংখ্যার গড় ২৫ হলে, ওই ৫টি সংখ্যার গড় কত?
ক. ১২ খ. ১৭
গ. ১৯ ঘ. ২৫
২. একটি সংখ্যার ১৩% সমান ৬৫ হলে, সংখ্যাটি কত?
ক. ১০০ খ. ২০০
গ. ৩০০ ঘ. ৫০০
৩. ১২% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়?
ক. ১/২৫ খ. ২/২৫
গ. ৩/২৫ ঘ. ৪/২৫
৪. মান নির্ণয় করো: ৬০ টাকার ২৫% কত হবে?
ক. ১০ টাকা খ. ১৫ টাকা
গ. ১৮ টাকা ঘ. ২০ টাকা
৫. অধিবর্ষে কত দিনে এক বছর হবে?
ক. ৩৬০ খ. ৩৬৪
গ. ৩৬৫ ঘ. ৩৬৬
৬. ৮৮৮ ঘণ্টায় কত দিন হয়?
ক. ৩০ খ. ৩৫
গ. ৩৭ ঘ. ৪০
৭. কোন সংখ্যা থেকে ৬ বিয়োগ করলে ৬ হয়। সংখ্যাটি কত?
ক. ১০ খ. ১২
গ. ১৮ ঘ. ২৪
৮. ৩ ক +২=১৪ হলে, ক–এর মান কত?
ক. ১০ খ. ৪
গ. ৬ ঘ. ৮
৯. ০.০১৬ কে কত দিয়ে গুণ করলে গুণফল ৩২ হবে?
ক. ৫০০ খ. ১০০০
গ. ১৫০০ ঘ. ২০০০
সঠিক উত্তর
১.গ ২.ঘ ৩.গ ৪.খ ৫.ঘ ৬.গ ৭.খ ৮.খ ৯.ঘ
বহুনির্বাচনি প্রশ্ন
১. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত?
ক. ৬৬৬৫ খ. ৭৭৭৬
গ. ৮৮৮৯ ঘ. ৯৯৯৯
২. ৩০–এর মৌলিক উৎপাদক কয়টি?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
৩. গুণনীয়কের অপর নাম কী?
ক. সংখ্যা খ. যোগফল
গ. উৎপাদক ঘ. ভাজক
৪. তিনটি সংখ্যার সাধারণ গুণনীয়ক ৪ ও ৭ হলে, এদের গসাগু কত?
ক. ১৪ খ. ২১
গ. ২৮ ঘ. ৩২
৫. একটি গাড়ি ৪ সেকেন্ডে ০.০৪ কিমি গেলে ঘণ্টায় কত পথ অতিক্রম করবে?
ক. ৬ কিমি খ. ১৮ কিমি
গ. ২৪ কিমি ঘ. ৩৬ কিমি
৬. ৬৬ কে ০.০৬৬ দ্বারা গুণ করলে গুণফল কত?
ক. ১.২৩৬ খ. ২.২৫
গ. ৪.৩৫৬ ঘ. ৫.৬৭২
৭. ১ ইঞ্চি সমান ২.৫৪ সেমি। ৪ ইঞ্চি সমান কত সেমি হবে?
ক. ৪.২২ সেমি খ. ৮.২০ সেমি
গ. ১০.১৬ সেমি ঘ. ১২.১২ সেমি
৮. ০.০১×০.০১×০.০১= কত?
ক. ০.০০১ খ. ০.০০২
গ. ০.০০০৩ ঘ. ০.০০০০০১
সঠিক উত্তর
১. ঘ ২.গ ৩.গ ৪.গ ৫.ঘ ৬.গ ৭.গ ৮.ঘ
বহুনির্বাচনি প্রশ্ন
১. পিতার বয়স ৬০ বছর এবং কন্যার বয়স ১৬ বছর। পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত বছর?
ক. ২৪ বছর খ. ৩৪ বছর
গ. ৪৪ বছর ঘ. ৪৮ বছর
২. কোনো পরিবারে প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগলে ৪ দিনে কত গ্রাম চাল লাগবে?
ক. ২৬০০ গ্রাম খ. ২৭০০ গ্রাম
গ. ২৮০০ গ্রাম ঘ. ২৯০০ গ্রাম
৩. ১০টি পেনসিলের দাম ৪০ টাকা। ৩টি পেনসিলের দাম কত?
ক. ১২ টাকা খ. ১৪ টাকা
গ. ১৬ টাকা ঘ. ১৮ টাকা
৪. ৬,৩০০ টাকাকে সমান ৫ ভাগ করলে প্রতি ভাগে কত টাকা পড়বে?
ক. ১,০৬০ টাকা খ. ১,২৩০ টাকা
গ. ১,২৬০ টাকা ঘ. ১,৬৬০ টাকা
৫. একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে ৫টি চেয়ারের মূল্য কত?
ক. ৩১২৫ টাকা খ. ৩৩২৫ টাকা
গ. ৩৫২৫ টাকা ঘ. ৪১২৫ টাকা
৬. ১০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করা হলে, পণ্যটির বিক্রয়মূল্য কত?
ক. ৪০ টাকা খ. ৬০ টাকা
গ. ৮০ টাকা ঘ. ৯০ টাকা
সঠিক উত্তর:১.গ ২.ক ৩.ক ৪.গ ৫.ক ৬.গ
বহুনির্বাচনি প্রশ্ন
১. কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান ৮০০ মিটার হলে ৫ চক্র সমান কত মিটার হবে?
ক. ৫০০ মিটার খ. ১০০০ মিটার
গ. ২২০০ মিটার ঘ. ৪০০০ মিটার
২. ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত হলে, মোট কতজন অনুপস্থিত?
ক. ২১ জন খ. ২৪ জন
গ. ২৫ জন ঘ. ২৭ জন
৩. ১২টি কলার দাম ৩৬ টাকা হলে ১৫ টাকায় কয়টি কলা পাওয়া যাবে?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
৪. একটি পানির ট্যাংকে এক মিনিটে ২ লিটার পানি জমা হলে ১০ মিনিটে কত লিটার পানি জমা হবে?
ক. ১৫ লিটার খ. ২০ লিটার
গ. ২৫ লিটার ঘ. ৩০ লিটার
৫. একটি বাক্সে ২৫০টি প্যাকেট থাকলে ২টি বাক্সে কতটি প্যাকেট থাকবে?
ক. ২৫০টি খ. ৩২০টি
গ. ৫০০টি ঘ. ৬২০টি
সঠিক উত্তর: ১. ঘ ২. খ ৩.ক ৪.খ ৫.গ
∎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
২. প্রশ্ন: তিনটি খাতার দাম ৭২ টাকা হলে ১টি খাতার দাম কত?
উত্তর: ২৪ টাকা
৩. প্রশ্ন: ৮ কেজি চালের মূল্য ২৪০ টাকা হলে ১ কেজি চালের মূল্য কত?
উত্তর: ৩০ টাকা।
৪. প্রশ্ন: ১ ডজন কলার দাম ৬০ টাকা, ৫ ডজন কলার দাম কত?
উত্তর: ৩০০ টাকা।
৫. প্রশ্ন: ৮ জনে একটি কাজ করে ১৫ দিনে। ১ জনে ওই কাজটি কত দিনে করবে?
উত্তর: ১২০ দিনে।
৬. প্রশ্ন: ৫টি আমের দাম ৭৫ টাকা। ১টির দাম কত?
উত্তর: ১৫ টাকা।
৭. প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ৬২৭২, একটি সংখ্যা ৬৪ হলে অপর সংখ্যাটি কত?
উত্তর: ৯৮।
৮. প্রশ্ন: খোলা বাক্য কাকে বলে?
উত্তর: একটি বাক্য যখন সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে।
৯. প্রশ্ন: গাণিতিক বাক্য কাকে বলে?
উত্তর: একটি বাক্য যখন সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়, তখন তাকে গাণিতিক বাক্য বলে।
১০. প্রশ্ন: বন্ধনী প্রতীকগুলো লেখো।
উত্তর: ( ), { }, [ ]
১১. প্রশ্ন: একটি ত্রিভুজের ‘ক’ সংখ্যা বাহু আছে, ‘ক’-এর মান কত?
উত্তর: তিন
১২. প্রশ্ন: একটি বর্গের ‘খ’ সংখ্যক কোণ আছে,
‘খ’-এর মান কত?
উত্তর: চার
১৩. প্রশ্ন: <, =, (), +,– এগুলো কী ধরনের প্রতীক?
উত্তর: গাণিতিক প্রতীক
∎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ
২. প্রশ্ন: সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে কী বলে?
উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে।
৩. প্রশ্ন: গুণনীয়ক কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।
৪. প্রশ্ন: গুণনীয়কের অপর নাম কী?
উত্তর: উৎপাদক।
৫. প্রশ্ন: গসাগুর পূর্ণরূপ কী?
উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
৬. প্রশ্ন: লসাগু–এর পূর্ণ রূপ কী?
উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
৭. প্রশ্ন: সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে কী বলে?
উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু।
৮. প্রশ্ন: গুণিতক কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, তাকে ওই সংখ্যার গুণিতক বলে।
৯. প্রশ্ন: মৌলিক সংখ্যা কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং শুধু ওই সংখ্যা হয়, তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।
১০. প্রশ্ন: যেসব সংখ্যা দ্বারা ৮-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলো ৮-এর কী?
উত্তর: গুণনীয়ক।
১১. প্রশ্ন: ৬০টি পেনসিল এবং ৩৬টি খাতা সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে?
উত্তর: ১২ জন
১২. প্রশ্ন: ১ কি মৌলিক সংখ্যা?
উত্তর: না, ১ মৌলিক সংখ্যা নয়।
১৩. প্রশ্ন: ১ কেন মৌলিক সংখ্যা নয়?
উত্তর: কারণ, এর একটিমাত্র গুণনীয়ক আছে।
∎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ
২. প্রশ্ন: কোনো পরিবারে প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগলে ৪ দিনে কত গ্রাম চাল লাগবে?
উত্তর: ২৬০০ গ্রাম
৩. প্রশ্ন: একটি বাক্সে ২৫০টি প্যাকেট থাকলে ২টি বাক্সে কতটি প্যাকেট থাকবে?
উত্তর: ৫০০টি
৪. প্রশ্ন: বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের অংশের হিসাব কখন করতে হয়?
উত্তর: প্রথমে।
৫. প্রশ্ন: একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে ৫টি চেয়ারের মূল্য কত?
উত্তর: ৩১২৫ টাকা
৬. প্রশ্ন: একটি বিদ্যালয়ে ৩৪৯ জন ছাত্র ছিল। জানুয়ারি মাসে ৮০ জন নতুন ছাত্র ভর্তি হলো। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত?
উত্তর: ৪২৯ জন
৭. প্রশ্ন: একটি পানির ট্যাংকে মিনিটে ২ লিটার পানি জমা হলে ১০ মিনিটে কত লিটার পানি জমা হবে?
উত্তর: ২০ লিটার।
৮. প্রশ্ন: ২টি চেয়ারের দাম ১,৫০০ টাকা হলে ১টি চেয়ারের দাম কত?
উত্তর: ৭৫০ টাকা।
৯. প্রশ্ন: পিতার বয়স ৬০ বছর এবং কন্যার বয়স ১৬ বছর। পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত বছর?
উত্তর: ৪৪ বছর।
১০. প্রশ্ন: কন্যার বয়স ১৬ বছর, পিতার বয়স ৬৪ বছর। পিতার বয়স কন্যার বয়সের কত গুণ?
উত্তর: ৪ গুণ।
১১. প্রশ্ন: ৪টি কলমের দাম ৮০ টাকা হলে ১টি কলমের দাম কত?
উত্তর: ২০ টাকা।
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. প্রশ্ন: এক ব্যক্তি একটি প্রতিষ্ঠানে দৈনিক ৭ ঘণ্টা কাজ করেন।
ক. তিনি দৈনিক কত মিনিট কাজ করেন?
খ. তিনি জানুয়ারি মাসে কত ঘণ্টা কাজ করেন?
সমাধানঃ
ক. আমরা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট
সুতরাং ৭ ঘণ্টা = (৬০×৭) ঘন্টা মিনিট
[যেহেতু ১ ঘণ্টা = ৬০ মিনিট]
= ৪২০ মিনিট
উত্তর: তিনি দৈনিক ৪২০ মিনিট কাজ করেন।
খ. আমরা জানি,
জানুয়ারি মাস ৩১ দিনের হয়।
ঐ ব্যক্তি ১ দিনে কাজ করেন ৭ ঘণ্টা
সুতরাং ৩১ দিনে কাজ করেন
(৩১×৭) = ২১৭ ঘণ্টা
উত্তর: তিনি জানুয়ারি মাসে ২১৭ ঘণ্টা কাজ করেন।
∎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:
২. প্রশ্ন: যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর: গুণ্য।
৩. প্রশ্ন: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর: গুণক।
৪. প্রশ্ন: একটি কলমের দাম ৩৩ টাকা হলে ১১০টি কলমের দাম কত?
উত্তর: ৩৬৩০ টাকা।
৫. প্রশ্ন: রাস্তা মেরামতের জন্য একটি পরিবার ২৫০ টাকা দিলে ৩২৪টি পরিবার মোট কত টাকা দেবে।
উত্তর: ৮১০০০ টাকা।
৬. প্রশ্ন: একটি মোবাইল ফোনের দাম ৯৯৯ টাকা হলে ৪৫টি মোবাইল ফোনের দাম কত?
উত্তর: ৪৪৯৫৫ টাকা।
৭. প্রশ্ন: এক ব্যক্তির দৈনিক আয় ২১৬ টাকা। এক বছরে তার আয় কত?
উত্তর: ৭৮৮৪০ টাকা।
৮. প্রশ্ন: যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর: ভাজ্য।
৯. প্রশ্ন: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর: ভাজক।
১০. প্রশ্ন: ‘ভাগশেষ< ভাজক’ এর অর্থ কী?
উত্তর: ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট
১১. প্রশ্ন: ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে কী বলে?
উত্তর: ভাগফল।
১২. প্রশ্ন: একটি সামাজিক কাজে ৩৬৭টি পরিবার প্রত্যেকে ১০ টাকা করে দিলে মোট কত টাকা হয়?
উত্তর: ৩৬৭০ টাকা
১৩. প্রশ্ন: কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান ৮০০ মিটার হলে ৫ চক্র সমান কত মিটার হবে?
উত্তর: ৪০০০ মিটার
∎ গাণিতিক সমাধান
১প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৭ সে.মি. ও প্রস্থ ৩ সে.মি. ৫ মি.মি.
ক. আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মি.মি.?
খ. আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মি.মি.?
গ. আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
সমাধানঃ
ক.
আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য = ৭ সে.মি.
= (৭ × ১০) মি.মি.
= ৭০ মি.মি.
খ.
আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ = ৩ সে.মি. ৫ মি.মি.
= (৩ × ১০) মি.মি. + ৫ মি.মি.
= ৩০ মি.মি. + ৫ মি.মি.
= ৩৫ মি.মি.
গ.
আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ৭০ মি.মি. × ৩৫ মি.মি.
= ২৪৫০ বর্গ মি.মি.
= ২৪.৫০ বর্গ সে.মি.
[যেহেতু, ১০০ বর্গ মি.মি. = ১ বর্গ. সে.মি.]
সমস্যা সমাধানমূলক প্রশ্ন
১. প্রশ্ন: মা এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত?
সমাধান
পুত্রের বয়স = পুত্রের বয়সের ১ গুণ
মায়ের বয়স = পুত্রের বয়সের ৩ গুণ
মা এবং পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের ৪ গুণ
এখন, পুত্রের বয়সের ৪ গুণ = ৬০ বছর
পুত্রের বয়স ৬০÷ ৪ = ১৫ বছর
অতএব, মায়ের বয়স ১৫ × ৩ = ৪৫ বছর
উত্তর: পুত্রের বয়স ১৫ বছর ও মায়ের বয়স ৪৫ বছর।
২. প্রশ্ন: ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা। একটি প্লেটের মূল্য কত?
সমাধান
প্রশ্নমতে,
১টি কাপের মূল্য ১৪৫ টাকা
২০টি কাপের মূল্য (১৪৫ × ২০) টাকা
= ২৯০০ টাকা।
দেওয়া আছে,
১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা
২০টি কাপের মূল্য (-) ২৯০০ টাকা
∴ ১২টি প্লেটের মূল্য ১০২০ টাকা
∴ ১টি প্লেটের মূল (১০২০ ১২) টাকা
= ৮৫ টাকা
উত্তর: ৮৫ টাকা।
প্রশ্নোত্তর সমাধান করো
১. প্রশ্ন: একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। ২৫ মিটার পরপর গাছ এবং ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসঙ্গে থাকবে?
সমাধানঃ
যত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসঙ্গে থাকবে তা হলো ২৫ ও ২০-এর লসাগু।
এখন,
২৫ ও ২০-কে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি।
৫) ২৫, ২০
৫, ৪
∴ ২৫ ও ২০-এর লসাগু. = ৫ × ৫ × ৪ = ১০০
অতএব, ১০০ মিটার পরপর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসঙ্গে থাকবে।
উত্তর: ১০০ মিটার।
সমস্যা সমাধানমূলক প্রশ্ন
১. প্রশ্ন: এক ব্যক্তি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে ১৬: ৩০ টায় ওঠেন এবং ২১: ৪৫ টায় চট্টগ্রামে পৌঁছান।
ক. চট্টগ্রাম পৌঁছানোর সময়কে ১২ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ করো।
খ. চট্টগ্রাম পৌঁছাতে ঐ ব্যক্তির কত মিনিট লেগেছিল?
সমাধান:
ক.
চট্টগ্রাম পৌঁছানোর সময় ২১: ৪৫
সুতরাং, ১২ ঘণ্টা সময়সূচিতে হবে
(২১:৪৫ - ১২:০০) মিনিট
= রাত ৯:৪৫ মিনিট
উত্তর: ঐ ব্যক্তি ১২ ঘণ্টা সময়সূচি অনুযায়ী রাত ৯:৪৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছান।
খ.
ঐ ব্যক্তির চট্টগ্রামে পৌঁছাতে সময় লেগেছে:
২১ ঘণ্টা ৪৫ মিনিট - ১৬ ঘণ্টা ৩০ মিনিট
= ৫ ঘণ্টা ১৫ মিনিট
এখন, ৫ ঘণ্টা ১৫ মিনিট
= (৫×৬০) মিনিট + ১৫ মিনিট
[যেহেতু ১ ঘণ্টা = ৬০ মিনিট]
= ৩০০ মিনিট + ১৫ মিনিট
= ৩১৫ মিনিট
উত্তর: চট্টগ্রাম পৌঁছাতে ঐ ব্যক্তির ৩১৫ মিনিট সময় লেগেছিল।
সমাধান করো
১. প্রশ্ন: ৩৮ হালি কলার দাম ১২১৬ টাকা হলে—
ক. ১ হালি কলার দাম কত?
খ. ৪ হালি কলার দাম কত?
গ. ১ ডজন কলার দাম কত?
ঘ. ১টি কলার দাম কত?
সমাধান:
ক.
৩৮ হালি কলার দাম ১২১৬ টাকা
∴ ১ হালি কলার দাম (১২১৬÷৩৮) টাকা = ৩২ টাকা।
খ.
১ হালি কলার দাম ৩২ টাকা
∴ ৪ হালি কলার দাম (৩২×৪) টাকা = ১২৮ টাকা।
গ.
আমরা জানি,
১ ডজন = ১২টি
১ হালি = ৪টি
এখন,
৪টি কলার দাম ৩২ টাকা (‘ক’ থেকে প্রাপ্ত)
∴ ১ ” ” (৩২÷৪) টাকা = ৮ টাকা।
∴ ১২ ” ” (৮ × ১২) টাকা = ৯৬ টাকা।
ঘ.
১২টি কলার দাম ৯৬ টাকা
∴ ১ ” ” (৯৬ ÷১২) টাকা = ৮ টাকা।
কোন মন্তব্য নেই