Header Ads

আর্থিক প্রতিবেদনের প্রকৃতি বা বৈশিষ্ট্য ।। Nature or Features of Financial Reporting ।। বন্ধু পাঠশালা

প্রকৃতপক্ষে আর্থিক প্রতিবেদন হলো কতগুলো তথ্যের সমাহার। এসব তথ্য হিসাবরক্ষণের বিভিন্ন প্রথা ও রীতিনীতি অনুসরণ করে হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয়। এ সম্পর্কে বলা যায়, আর্থিক বিবরণগুলো যতই বাস্তবসম্মত হোক না কেন তবু অনেক সময় এসব হিসাবের মধ্যে হিসাবরক্ষকের ব্যক্তিগত বিচারবোধ অনুপ্রবেশ করে। যাই হোক, কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর প্রকৃতি নিম্নলিখিতভাবে বর্ণনা করা যায়-

১. প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যাবলি সম্পর্কে বিস্তারিত হিসাবপত্রের এক ধরনের সংক্ষিপ্ত প্রতিবেদন ।

২. সারা বছর ধরে হিসাবের বইগুলোতে বিভিন্ন লেনদেন লিপিবদ্ধ করা হয়। যার যোগফল সংক্ষিপ্ত আকারে আর্থিক বিবরণীর মাধ্যমে প্রকাশ করা হয়।

৩. হিসাবকালের শেষে তৈরি করা হয়। ৪. হিসাব সংক্রান্ত তথ্যের ওপর নির্ভরশীল।

৫. হিসাবসংক্রান্ত বিভিন্ন প্রথার ওপর নির্ভরশীল।

৬. হিসাবসংক্রান্ত অনুমানের ওপর নির্ভরশীল। 

৭. ব্যক্তিগত বিচার বিবেচনার ওপর নির্ভরশীল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.