Header Ads

Parts of Speech কাকে বলে? কতো প্রকার ও কিকি? উদাহরণ সহ আলোচনা

Parts of Speech কাকে বলে? কতো প্রকার ও কিকি? 

আসসালামু অলাইকুম। "বন্ধু পাঠশালা"-তে আপনাকে স্বাগতম।
 
আমরা দেখে থাকি আমাদের দেশে স্কুলগুলোতে বিভিন্ন কোম্পানির ইংরেজি গ্রামার বই পড়িয়ে থাকে। সেই গ্রামার বই গুলোতে আবার এক-এক শ্রেণির জন্য আলাদাভাবে গ্রামারগুলো আলোচনা করা হয়। এতে করে শিক্ষার্থীদের অনেক সময় বুঝতে কষ্ট হয়। সে কথা মাথায় রেখে আমরা সকল শ্রেণির উপযোগী একটি "ইংরেজি গ্রামার বই" তৈরি করেছি। সেটার নাম দিয়েছি "বিপি ইজি ইংলিশ গ্রামার"। "বন্ধু পাঠশালা"-এর পাঠকদের জন্য আমরা সেটা সিজির আকারে আলোচনা করছি। 

আজ থাকছে ২য় পর্ব। এ পর্বে জানা যাবে:-
 Parts of speech কাকে বলে? কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণসহ বিস্তারিত আলোচনা। চলুন তবে শুরু করা যাক:-





 Parts of Speech

<>Part অর্থ অংশ আর Speech অর্থ উক্তি বা বক্তব্য বা শব্দ। Sentence –এ ব্যবহৃত প্রত্যেকটি word বা শব্দ -কে Parts of speech বলে।

>Parts of speech আট প্রকার

1. Noun (বিশেষ্য)                            2. Pronoun (সর্বনাম)

3. Adjective (বিশেষণ)                    4. Verb (ক্রিয়া)

5. Adverb (ক্রিয়া বিশেষণ)               6. Preposition (পদান্বয়ী অব্যয়)

7. Conjunction (সংযোজক অব্যয়)  8. Interjection (আবেগসূচক অব্যয়)

"বন্ধু পাঠশালা"-এর পাঠকদের জন্য "Parts of Speech"-এর বিস্তারিত আলোচনা করা হলো

1. Noun (বিশেষ্য) : যে word দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোনো কিছুর সমষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে Noun (বিশেষ্য) বলে। যেমনঃ Anik, Water, Cow, Dhaka, Padma, Man, , Beauty, Honesty, Army etc.

i. Anik play football.

2. Pronoun (সর্বনাম) : যে word কোন Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়ে তাকে নির্দেশ করে তাকে Pronoun (সর্বনাম) বলে। যেমনঃ I, we, he, she, it, they, you, this, who etc.

ii. I eat rice.

3. Adjective (বিশেষণ) : যে word দ্বারা Noun/ Pronoun এর দোষ, গুণ,অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে Adjective (বিশেষণ) বলে। যেমনঃ good, bad, ill, red, one, two, much, many etc.

iii. He is a good boy.

4. Verb (ক্রিয়া) : যে word দ্বারা কোন কাজ করা বোঝায় তাকে Verb (ক্রিয়া) বলে। যেমনঃ do, read, work, play etc.

iv. I read in a book.

আরও পড়ুন:- "ইজি ইংলিশ গ্রামার" -এর সবগুলো পর্ব পড়তে এখানে ক্লিক করুন

5. Adverb (ক্রিয়া বিশেষণ) : যে word দ্বারা Noun/ Pronoun ব্যতীত Verb, Adjective অথবা অন্য Adverb এমন কি কোন Sentence অথবা যে কোন Parts of speech নির্দেশ করে তাকে Adverb (ক্রিয়া বিশেষণ)বলে। যেমনঃ quickly, slowly, carefully, early, very, well, soon, fast, always etc.

v. You are very sad.

6. Preposition (পদান্বয়ী অব্যয়): যে word কোন Noun/Pronoun এরপূর্বে বসে সে Noun/Pronoun এর সঙ্গে Sentence এর অন্তর্গত অপর কোন word এর সম্বন্ধ প্রকাশ করে তাকে Preposition (পদান্বয়ী অব্যয়) বলে। যেমনঃ at, in, with, by, for, to, of, from, on, up, upon, etc.

vi. The book is on the table.

7. Conjunction (সংযোজক অব্যয়) : যে word দুই বা ততোধিক word/Sentence কে যুক্ত করে তাকে Conjunction (সংযোজক অব্যয়) বলে। যেমনঃ and, but, or, if, because etc.

vii. Mim and rimi will come today.

8. Interjection (আবেগসূচক অব্যয়) : যে word আনন্দ,দুঃখ, বেদনা, বিস্ময়,ভয়,ঘৃণা ইত্যাদি মনের অবেগ বা অনুভূতি আকস্মিকভাবে প্রকাশ করে তাকে Interjection (আবেগসূচক অব্যয়) বলে। যেমনঃ Oh!, Ah!, Alas!, Hurrah!, etc.

viii. Hurrah! We have won the game.


(পোষ্টটি পড়ে আপনি উপকৃত হলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন আর কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।)


বিপি ইজি ইংলিশ গ্রামারের সব গুলো পর্ব পড়তে এখানে ক্লিক করুন

Bondhu Pathshala
Md Mamum Hossain

বিপি ইজি ইংলিশ গ্রামার। পর্ব -০২




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.