Header Ads

একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখার নিয়ম

 আসসালামু অলাইকুম

"বন্ধু পাঠশালা" -তে আপনাকে স্বাগতম।


আপনারা ইতিপূর্বে জেনেছেন যে, আজ প্রকাশিত হবে একাদশ শ্রেণির ভর্তির ফলাফল। 

অনলাইনে ভর্তির ফলাফল দেখা যাবে xiclassadmission.gov.bd এর ওযেব সাইট এ রাত ০৮:০০ টার পর।

আজ "বন্ধু পাঠশালা"- এর পাঠকদের জন্য কিভাবে মোবাইলের মাধ্যমে সেই ফলাফল দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করবো।

তো চলুন শুরু করা যাক:-

একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখার নিয়ম


<>প্রথমে আপনাকে আপনার মোবাইলের যে কোন ব্রাউজার ওপেন করে নিতে হবে।


ধাপ-০১ :- রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাকে যেতে হবে xiclassadmission.gov.bd - এর ওযেব সাইট এ।



ধাপ-০২ :- এর পর ফলাফল দেখুন অপশনে বা বাটনে ক্লিক করতে হবে।






ধাপ-০৩ :- এর পর আপনাকে আপনার এসএসসি রোল নাম্বার  ও রেজিস্ট্রেশন নম্বার  নাম্বার দিয়ে  View Result বাটনে ক্লিক করতে হবে।



ধাপ-০৪ :- এ ধাপে আপনাকে আপনারা রেজাল্ট দেখাবে,  আপনি কোন কলেজে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছেন।


এখানে বলে রাখা ভালো যে, ১ম ধাপে যদি আপনার রেজাল্ট না আসে তবে ভয় পাবার কিছু নেই। আপনি পরবর্তী ধাপে আবার আবেদন করতে পারবেন। মোট তিন ধাপে রেজাল্ট পাওয়া যাবে আর আবেদন করা যাবে। প্রতি ধাপে আবেদন করা ও রেজাল্ট দেখার নিয়ম একই।


ভর্তির আবেদন করার নিয়ম দেখুন এখানে


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.