Header Ads

Sentence কাকে বলে? কত প্রকার ও কিকি? উদাহরণ সহ বিস্তারিত আলোচনা

Sentence কাকে বলে? কত প্রকার ও কিকি? 

উদাহরণ সহ বিস্তারিত আলোচনা 

আসসালামু অলাইকুম। "বন্ধু পাঠশালা"-তে আপনাকে স্বাগতম।
 
আমরা দেখে থাকি আমাদের দেশে স্কুলগুলোতে বিভিন্ন কোম্পানির ইংরেজি গ্রামার বই পড়িয়ে থাকে। সেই গ্রামার বই গুলোতে আবার এক-এক শ্রেণির জন্য আলাদাভাবে গ্রামারগুলো আলোচনা করা হয়। এতে করে শিক্ষার্থীদের অনেক সময় বুঝতে কষ্ট হয়। সে কথা মাথায় রেখে আমরা সকল শ্রেণির উপযোগী একটি "ইংরেজি গ্রামার বই" তৈরি করেছি। সেটার নাম দিয়েছি "বিপি ইজি ইংলিশ গ্রামার"। "বন্ধু পাঠশালা"-এর পাঠকদের জন্য আমরা সেটা সিজির আকারে আলোচনা করছি। 

আজ থাকছে ১ম পর্ব। এ পর্বে জানা যাবে:-
Sentence কাকে বলে? কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ বিস্তারিত আলোচনা :-



বিস্তারিত দেখুন ইউটিউব এ

 

 Sentence বা বাক্য 

  • একাধিক word বা শব্দ পাশাপাশি বসে মনের সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে sentence বা বাক্য বলে ।

যেমনঃ আমি ভাত খাই = I eat rice


একটি sentence বা বাক্যে মূলত ২টি অংশ থাকে। একটি Subject ও অন্যটি Predicate ।


এখানে- Subject -I বা আমি আর eat rice বা ভাত খাই হলো Predicate


Subject- যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোন কিছু বলা বা লিখা হয় তাকে Subject বা কর্তা বলে। যেমন- আমি বা I ।


Predicate- Subject বা কর্তা সম্পর্কে যা বলা বা লেখা হয় তাকে Predicate বলে। যেমন- ভাত খাই বা eat rice।

  •  Predicate এ ২টি অংশ থাকে। একটি Verb অন্যটি Object সহ অন্য অংশ।

এখানে- eat বা খাই হচ্ছে Verb আর rice বা ভাত হচ্ছে Object সহ অন্য অংশ


কার্য, উদ্দেশ্য ও অর্থ অনুসারে Sentence বা বাক্য ৫ প্রকার।


1. Assertive Sentence – বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য।

2. Interrogative Sentence – প্রশ্নবোধক বাক্য।

3. Imperative Sentence – আদেশ, উপদেশসূচক বাক্য।

4. Optative Sentence – ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য।

5. Exclamatory Sentence – বিস্ময়সূচক বাক্য।


1. Assertive Sentence – বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য : যে sentence বা বাক্য দ্বারা কোন কাজ বা ঘটনাকে সাধারণভাবে বর্ণনা করা হয় তাকে Assertive Sentence – বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য বলে। যেমনঃ

i. আমি স্কুলে যাই – I go to school.

ii. সততাই উৎকৃষ্ট পন্থ – Honesty is the best policy.

Structure বা গঠনঃ

→ Eng - Subject + verb + object (কর্তা+ক্রিয়া+কর্ম)

  → বাংলা – Subject+object+verb (কর্তা+কর্ম+ক্রিয়া)


২. Interrogative Sentence – প্রশ্নবোধক বাক্য : যে sentence বা বাক্য দ্বারা কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোন কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকে Interrogative Sentence – প্রশ্নবোধক বাক্য বলে । যেমনঃ

i. তোমরা কেমন আছ? – How are you?

ii. তোমার নাম কি? – What is your name?

iii. সে কি ভাল ছাত্র? - Is he a good student?

iv. তুমি কি গল্পটি পড়েছ? – Have you read the story?

Structure বা গঠনঃ Wh-word/Auxiliary verb+ Subject + Principal verb + object+Others+?


৩. Imperative Sentence – আদেশ, উপদেশসূচক বাক্য : যে sentence বা বাক্য দ্বারা আদেশ (order), উপদেশ (advice), অনুরোধ(request), প্রস্তাব বা অনুমতি(proposal), নিষেধ (prohibition) ইত্যাদি বোঝায়, তাকে Imperative Sentence – আদেশ, উপদেশসূচক বাক্য বলে । যেমনঃ

i. বাড়ি যাও - Go home.

ii. সদা সত্য কথা বলো – Always speak the truth.

Structure বা গঠনঃ

a) Verb+Others = Do the work.

b) নিষেধ বুঝালেঃ Donot/Don’t+Subject+Verb+Others = Don’t open the door.

c) অনুরোধ বুঝালেঃ Please/Kindly+ Verb+Others = Please, help me.

1st Person এবং 3rd Person- এ Let Imperative Sentence শুরু হয়।

<> Let+1st Person এবং 3rd Person- এর Objective from+verb+Others.

= Let me go out.


৪. Optative Sentence – ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য : যে sentence বা বাক্য দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, তাকে Optative Sentence – ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য বলে। যেমনঃ

i. আল্লাহ তোমার মঙ্গল করুন – May Allah bless you.

ii. রাজা দীর্ঘজীবি হোক – Long live the king

Structure বা গঠনঃ May+Subject+Verb+Others [Note : অনেক সময় May উহ্য থাকে]


৫. Exclamatory Sentence – বিস্ময়সূচক বাক্য : যে sentence বা বাক্য দ্বারা বিস্ময়(Surprise), আবেগ(Feeling of mind), আনন্দ(Joy), দুঃখ(sorrow) ইত্যাদি প্রকাশ পায় তাকে Exclamatory Sentence – বিস্ময়সূচক বাক্য বলে। যেমনঃ

i. কি মজা! আমরা খেলায় জিতেছি। - Hurrah! We have own the game.

ii. হায়! আমার সর্বনাশ হয়েছে। - Alas! I am undone.

iii. পাখিটি কি সুন্দর! – What a beautiful bird it is!

iv. লোকটি কত গরিব! – How poor the man is!

Structure বা গঠনঃ

a) What a/an How+Adjective+subject+Verb+Others+!

b) Alas/Hurrah+!+ subject+Verb+Others.

c) If/Had+ subject+Verb+Others+!

Exclamatory word : What!, How!, Oh!, Ah!, Alas!, Eureka!, Amazing!, Wow!, Awesome!, Ouch!, Bravo!, Fantastic!, Unbelievable!


আরও পড়ুন:- "ইজি ইংলিশ গ্রামার"-এর সকল পর্ব পড়তে এখানে ক্লিক করুন


<> উপরোক্ত ৫প্রকার Sentence- এর প্রত্যেককেই আবার ২ভাগে ভাগ করা যায়ঃ

A. Affirmative বা হ্যাঁ - সূচক

B. Negative বা না- সূচক


Assertive

Affirmative বা হ্যাঁ সূচক:- Tanvir is a good boy.

Negative বা না- সূচক:- Tanvir is not a good boy.


Interrogative

Affirmative বা হ্যাঁ সূচক:- Does he play football?

Negative বা না- সূচক:- Does he not play football?


Imperative

Affirmative বা হ্যাঁ সূচক:- Open the window.

 Negative বা না- সূচক:- Do not shut the window.


Optative

Affirmative বা হ্যাঁ সূচক:- May he be happy.

Negative বা না- সূচক:- May he not be unhappy.


Exclamatory

 Affirmative বা হ্যাঁ সূচক:- Hurrah! We have own the game.

 Negative বা না- সূচক:- Hurrah! We have not lost the game.


<>গঠন অনুসারে Sentence আবার ৩প্রকারঃ

A. Simple Sentence - সরল বাক্য

B. Complex Sentence - জটিল বাক্য

C. Compound Sentence - যৌগিক বাক্য


1. Simple Sentence - সরল বাক্য : যে sentence- এ একটি মাত্র Subject ও একটি মাত্র Finite verb (সমাপিকা ক্রিয়া) থাকে তাকে Simple Sentence - সরল বাক্য

বলে। যেমনঃ

i. I want to buy a shirt – আমি একটা শার্ট কিনতে চাই।

ii. I shall go to school – আমি স্কুলে যাব।


2.Complex Sentence - জটিল বাক্য : যে sentence- এ একটি মাত্র Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে তাকে Complex Sentence - জটিল বাক্য বলে। যেমনঃ

i. Although he is poor, he is honest.

        Subordinate Clause Principal Clause

ii. The boy sings well, who is blind.

      Principal Clause Subordinate Clause


#Subordinate Clause এর শুরুতে সাধারণত : if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।


3.Compound Sentence - যৌগিক বাক্য : যে sentence- এ দুই বা ততোধিক Principal Clause কোন Co-ordinating conjunction (সংযোজক অব্যয়) দ্বারা যুক্ত হয়, তাকে Compound Sentence - যৌগিক বাক্য বলে। যেমনঃ

i. Give me liberty or death – আমাকে স্বধীনত দাও অথবা মৃত্যু দাও।

• Compound Sentence - যৌগিক বাক্য আবার দুই প্রকার।

I. Double Compound Sentence

II. Multiple Compound Sentence


#Co-ordinating conjunction (সংযোজক অব্যয়) গুলো হলো - and, or, but, yet, therefore, however, moreover, thus, then, eles, for, so, also, still, otherwise, accordingly etc.

- - - - - - - - - - - - - - 0 0 0 - - - - - - - - - - - - - - -


(পোষ্টটি পড়ে আপনি উপকৃত হলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন আর কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।)


বিপি ইজি ইংলিশ গ্রামারের সব গুলো পর্ব পড়তে এখানে ক্লিক করুন


Md Mamun Hossain
Bondhu Pathshala

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.