Header Ads

Rules of Changing Degree

Degree কাকে বলে? কত প্রকার ও কি কি?
Changing Degree


আসসালামু অলাইকুম। 

"বন্ধু পাঠশালা"-তে আপনাকে স্বাগতম।

আমরা দেখে থাকি আমাদের দেশে স্কুলগুলোতে বিভিন্ন কোম্পানির ইংরেজি গ্রামার বই পড়িয়ে থাকে। সেই গ্রামার বই গুলোতে আবার এক-এক শ্রেণির জন্য আলাদাভাবে গ্রামারগুলো আলোচনা করা হয়। এতে করে শিক্ষার্থীদের অনেক সময় বুঝতে কষ্ট হয়। সে কথা মাথায় রেখে আমরা সকল শ্রেণির উপযোগী একটি "ইংরেজি গ্রামার বই" তৈরি করেছি। সেটার নাম দিয়েছি "বিপি ইজি ইংলিশ গ্রামার"। "বন্ধু পাঠশালা"-এর পাঠকদের জন্য আমরা সেটা সিজির আকারে আলোচনা করছি। 

আজ থাকছে ৭ম পর্ব। এ পর্বে জানা যাবে:-

<>Degree কাকে বলে?  কত প্রকার ও কি কি?


 ১. Positive Degree কে Comparative Degree তে পরিবর্তন করার নিয়ম
২. Comparative Degre কে Positive Degree তে পরিবর্তন করার নিয়ম
৩. Comparative Degre কে Superlative Degree te পরিবর্তন করার নিয়ম
৪. Superlative Degree কে Comparative Degre তে পরিবর্তন করার নিয়ম
৫. Positive Degree কে Superlative Degree তে পরিবর্তন করার নিয়ম
৬. Superlative Degree  কে Positive Degree তে পরিবর্তন করার নিয়ম



 চলুন তবে শুরু করা যাক:- 

(পিডিএফ ফাইল চাইলে কমেন্ট করুন)


Changing Degree


 Degree বা তুলনা

  • Degree বলতে বুঝায় একের সাথে অন্যের তুলনা।Adjective যখন দুই বা ততোধিক Noun-এর মধ্যে গুণ, অবস্থা, পরিমাণা প্রভৃতি বিষয়ের তুলনা করে এবং বিভিন্ন রূপ গ্রহণ করে তখন তাকে degrees of Comparison/ Comparison of Adjective বলে। 

 

<>Degree তিন প্রকারযথা

1. Positive Degree       

2. Comparative  Degree           

3. Superlative Degree


1. Positive Degree : যখন তুলনায় না গিয়ে Adjective তার সাধারণ বা স্বাভাবিক গুণ প্রকাশ করে তখন তাকে Adjective এর Positive Degree বলে।

2. Comparative Degree : যখন দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনায় Adjective ব্যবহৃত হয়, তখন তাকে Adjective এর Comparative Degree বলে।

3. Superlative Degree : যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনায় Adjective ব্যবহৃত হয়, তখন তাকে Adjective এর Superlative Degree বলে।


Positive To Comparative To Superlative

Positive Comparative Superlative

Rule-1:- 

Positive:- No other+L-np+v+as/so +adj-pos+ as+F-np.

Comparative:- L-np/sub+v+adj-com+than+ any /many /all + other+F- np/obj.

Superlative:- L-np/sub+v+the+adj-sup+(of all) +F-np-/obj.


Example :-

i. No other animal is as useful as the cow.

i. The cow is more useful than any other animal.

i. The cow is the most useful animal.


ii. No other mosque in BD is as large as BM.

ii. Baitul Mokarram is larger than any other mosque in Bangladesh.

ii. Baitul Mokarram is the largest mosque in Bangladesh.


iii. No other boy in the class is so/as good as he.

iii. He is better than any other boy in the class.

iii. He is the best boy in the class.


iv. No other city in Bangladesh is so/as large as Dhaka. 

iv. Dhaka is larger than all other cities in Bangladesh.

iv. Dhaka is the largestof all cities in Bangladesh.


Rule-2:- 

Positive:- Very few/few+L-np+ plural-v+as/so+adj-pos+ as+F-np.

Comparative:- L-np/sub+v+adj-com+ than most other +F-np/obj.

Superlative:- L-np/s+v+one of the+adj-sup+ F-np/obj.


Example:-

i. Very few animals are as strong as lion.

i. The lion is stronger than most other animals.

i. The lion is one of the strongest animals.


Rule-3:- 

Positive:- L-np+v+not+as/so+adj-pos+as+F-np

Comparative:- L-np+v+not+adj-com+than+ F-np


Example :-

i. Al-amin is as tall as Onik. 

i. Onik is not taller than Al-amin.


Rule-4:-

Positive :- F-np+v+not+as/so+adj +as+ L-np

Comparative :- L-np/sub+v+less/more+adj + than+F-np/obj


Example:-

i. He is not so stupid as his brother.

i. He is less stupid than his brother.


ii. Rimi is as clever as Mim.

ii. Mim is more clever than Rimi.


iii. Eva is as intelligent as Balal.

iii. Eva is not less intelligent than Balal.


Note:- More বসালে obj কে sub আর sub কেobj করতে হবে।

এবং

Positive এ verb এর পরে not না থাকলে Comparative এ verb এর পরে no/not বসাতে হবে।

[F/L-np= First/Last- noun phrase/sub-obj]


(পোষ্টটি পড়ে আপনি উপকৃত হলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন আর কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।)


গত পর্বে আমরা আলোচনা করেছিলাম

Changing Sentence সম্পর্কে 


পরের পর্বে আমরা আলোচনা করবো

1. Voice Change

2. Simple to Cimplex to Compound সম্পর্কে


সে পর্যন্ত ভালো থাকবেন 

ধন্যবাদ

"বিপি ইজি ইংলিশ গ্রামার" এর সব গুলো পর্ব পড়তে এখানে ক্লিক করুন



Md Mamun Hossain
Bondhu Pathshala

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.