Header Ads

Articles এর ব্যবহার।। Rules of Articles in english

আসসালামু অলাইকুম। "বন্ধু পাঠশালা"-তে আপনাকে স্বাগতম।

আমরা দেখে থাকি আমাদের দেশে স্কুলগুলোতে বিভিন্ন কোম্পানির ইংরেজি গ্রামার বই পড়িয়ে থাকে। সেই গ্রামার বই গুলোতে আবার এক-এক শ্রেণির জন্য আলাদাভাবে গ্রামারগুলো আলোচনা করা হয়। এতে করে শিক্ষার্থীদের অনেক সময় বুঝতে কষ্ট হয়। সে কথা মাথায় রেখে আমরা সকল শ্রেণির উপযোগী একটি "ইংরেজি গ্রামার বই" তৈরি করেছি। সেটার নাম দিয়েছি "বিপি ইজি ইংলিশ গ্রামার"। "বন্ধু পাঠশালা"-এর পাঠকদের জন্য আমরা সেটা সিজির আকারে আলোচনা করছি। 

আজ থাকছে ৪র্থ পর্ব। এ পর্বে জানা যাবে:-
 Article কাকে বলে? কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণসহ বিস্তারিত আলোচনা। চলুন তবে শুরু করা যাক:- 

(পিডিএফ ফাইল চাইলে কমেন্ট করুন)

Rules of Articles with example


 Articles

→A, An এবং The কে Articles বলে।

♠ Articles শব্দের অর্থ –

a) দফা                                 e) প্রবন্ধ

b) অনুচ্ছেদ                           f) পদাশ্রিত নির্দেশক

c) বিশেষ দ্রব্য


<> Articles এর আলোচনা করা হয় Parts of speech এর Adjective অংশে।

 Articles দুই প্রকার। যথাঃ

i. Indefinite Articles

ii. Definite Articles


1.Indefinite Articles: A এবং An কে Indefinite Articles বলে। কারন তারা কোন অনিদিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়। সাধারণত Singular countable noun এর পূর্বে a অথবা an বসে। যেমন:

i. He has a pen.

ii. Rohim took an apple.


2. Definite Articles : The কে Definite Articles বলে। কারণ ইহা কোন নিদিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়। যেমনঃ

i. I saw the bird.

ii. Dhaka is the Capital of BD


আরও পড়ুন :- বিপি ইজি ইংলিশ গ্রামারের সব গুলো পর্ব পড়তে এখানে ক্লিক করুন


Use of a/an

Rule 1:- Singular countable noun এর প্রথমে Consonant থাকলে তার পূর্বে a বসে আর Vowel(a, e, i, o, u) থাকলে তার আগে an বসে। যেমনঃ

i. I saw a man. M

ii. Al-Amin is an Engineer. E


Rule 2:- শব্দের শুরুতে যদি H থাকে । এবং H এর উচ্চারণ ‘হ’ হলে তার পূর্বে a বসে। আর অন্য উচ্চারণ হলে an বসে। যেমনঃ

i. It is a horse. হর্স

ii. Onik is an honest man. অনেষ্ট


Rule 3:- O এর পূর্বে an বসে । তবে One যুক্ত শব্দের পূর্বে a বসে। যেমনঃ

i. Tanvir is a one-eyed man


Rule 4:- সংক্ষিপ্ত রূপ এর প্রথম অক্ষর Consonant এর মত উচ্চারণ হলে a বসে । আর Vowel এর মত উচ্চারণ হলে an বসে। যেমনঃ

i. An M.B.B.S

ii. A B.Sc


Rule 5:- শব্দের শুরুতে যদি Vowel থাকে। এবং তার উচ্চারণ যদি U এর মত হয় তাহলে তার পূর্বে a বসে। যেমনঃ

i. David is a European. U

ii. A university


Rule 6:- Mr./Mrs./Miss.এর পূর্বে a/an বসে। যেমন:

i. A Miss Mim called in his house


Rule 7:- কোন sentence এ যদি too/as/so/how থাকে । তাহলে সে sentence এ adj ও noun এর মাঝে a/an বসে। যেমনঃ

i. Iron is so useful a metal.

ii. How nice a bird it is!

   এখানে,  nice→Adj       bird→noun


Rule 8:- নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একটি ব্যক্তি বা বস্তুকে বুঝায় এমন noun এর এর পূর্বে a/an বসে। যেমনঃ

i. He bought an ice-cream.


Rule 9:- Plural noun এর পূর্বে few, little, good many, lot of, great many, good deal ইত্যাদি ব্যবহৃত হলে তাদের পূর্বে a বসে। যেমনঃ

i. He earns a lot of many.


Rule 10:- Exclamation বোঝাতে what, how, such ইত্যাদির পরে a/an বসে। যেমনঃ

i. Such a long queue. What a pretty girl.



Use of The

Rule 1:- ছন্দে ছন্দে The এর ব্যবহারঃ

নদী, সাগর, দ্বীপপুঞ্জ

জাহাজাদি, গিরিপুঞ্জ

জাতি সম্প্রদায়, ধর্মগ্রন্থ

কোট, সিনেট ও সংবাদপত্র

তারিখ, পর্ব ও দিকের নাম

যত আছে খ্যাতধাম

চন্দ্র, সূর্য, গ্রহ, তারা

আরো যত বিশ্বধরা

পৃথিবীতে একটি আছে যত

তাত পূর্বে বসবে The

নেই ভিন্নমত তো।

         যেমনঃ

  The Padma.   The Suez,       The Sun,     The holy quran, To day is the 10th of April


Rule 2:- নিদিষ্ট করে বুঝায় এমন Common noun এর Singular ও Plural উভয় number এর পূর্বে The বসে। যেমনঃ

i. The boy is reading.


Rule 3:- একই জাতীয় সকলকে বুঝাতে Singular Common noun এর পূর্বে The বসে। যেমনঃ

i. The cow gives us milk.


Rule 4:- Superlative degree তে adj এর পূর্বে The বসে। যেমনঃ

i. He is the best boy in the class.

        এখনে,   best→ Adj


Rule 5:- যে সকল noun দ্বারা পেশা বৃত্তি বোঝায় সে সকল noun এর পূর্বে The বসে। যেমনঃ

i. He joined the army.


Omission of Article

Rule 1:- খাবারের পূর্বে Article বসে না। তবে খাবারের পূর্বে Adjective থাকলে A/an বসে। যেমনঃ

i. We have breakfast at 10am.

ii. We have a good breakfast at 10am.


Rule 2:- Plural noun এর পূর্বে a/an বসে না। যেমনঃ Roses are beautiful.


Rule 3:- Uncountable noun এর পূর্বে a/an বসে না। তবে পরিমাপ করা যায় এরূপ বুঝালে A/an বসে। যেমনঃ

i. We take tea.

ii. Give me a glass of water.


Rule 4:- বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে The বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে The বসে। যেমনঃ

i. The Agnibina of Nazrul.

ii. Nazrul’s Anibina.


Rule 5:- ঋতুর নামের পূর্বে Article বসালেও চলে না বসালেও চলে। যেমনঃ

i. The rain has set in.

ii. It dews in winter.


Rule 6:- রাস্তা ,এ্যাভিনিউ, স্কয়ার, পার্কের নামের পূর্বে The বসে না। কিন্তু রাস্তার নামের শেষে road শব্দটির উল্লেখ থাকলে তার পূর্বে The বসে। যেমনঃ

i. He bought a shop in park street.

ii. He bought a shop on the Mirpur Road.


Rule 7:- ভাষার নামের পুর্বে The বসে না। কিন্তু ভাষার পরে language শব্দটির উল্লেখ থাকলে তার পূর্বে The বসে। যেমনঃ

i. English is an international language.

ii. The English language is very interesting to learn.


Rule 8:- দিন বা মাসের নামের পূর্বে The বসে না। যেমনঃ Monday, Jun.


Rule 9:- রোগের নামের পূর্বে The বসে না। যেমনঃ

i. Cholera has broken out in the village.

- - - - - - - - - - - - - 0 0 0 - - - - - - - - - - - - - - -

(পোষ্টটি পড়ে আপনি উপকৃত হলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন আর কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।)


বিপি ইজি ইংলিশ গ্রামারের সব গুলো পর্ব পড়তে এখানে ক্লিক করুন

Bondhu Pathshala
Md Mamum Hossain


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.