Header Ads

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করার নিয়ম

 ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করার নিয়ম



শুরু হয়েছে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন। এটি চলবে ০৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।

শিক্ষার্থীরা নিজেই খুব সহজে এ আবেদন করতে পারবে।

"বন্ধু পাঠশালা"-এর পাঠকদের জন্য আবেদনের ধাপগুলো নিচে আলোচনা করা হলো:-

>অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে এসএসসির রোল নং, বোর্ডে নাম, পাশের সাল ব্যবহার করে বিকাশ, রকেট, নগদ, উপায় অ্যাপ এর মাধমে অথবা টেলিটক সিম ও সোনালি পে সেবার মাধমে ১৫০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। 

<>আবেদন ফি প্রদানের ক্ষেত্রে পেমেন্ট সিকিউরিটি নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট পেমেন্ট প্রোভাইডার সংস্থা বহন করবে।

 

টাকা পেমেন্ট করার নিয়ম

ধাপ-০১:- প্রথমে আপনি যে সেবার অ্যাপ (নগদ, রকেট, বিকাশ, উপায়) দিয়ে পেমেন্ট করতে চান সেটাতে  আপনার মোবাইলে  নাম্বার দিয়ে লগইন করে নিন।

ধাপ-০২:- পেমেন্ট অপশন নির্বাচন করুন।

 ধাপ-০৩:- Biller id থেকে "XI Class Admission" নির্বাচন করুন।

ধাপ-০৪:- রোল নম্বার, বোর্ড, পাশের সন ও যোগাযোগ নাম্বার দিন।

ধাপ-০৫:- সব তথ্য যাচাই করে Next বাটনে ক্লিক করুন।

ধাপ-০৬:- পিন কোর্ড দিয়ে ট্যাপ বাটনে চাপ দিয়ে ধরে রাখুন।

<> পেমেন্ট সফল হলে কনফার্ম মেসেজ আসবে।

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একাদশ শ্রেণিতে আবেদন 

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একাদশ শ্রেণিতে আবেদন 


 অনলাইনে আবেদন করার নিয়ম

<> টাকা পেমেন্টের পর আপনাকে যেতে হবে "XI Class Admission" -এর ওয়েবসাইটে। ওয়েবসাইটে প্রবেশের পর আপনাকে  নিচের পদ্ধতি গুলো অনুসরন করতে হবে:-
xiclassadmission.gov.bd


ধাপ-০১:- প্রথমে "Apply" বাটনে ক্লিক করতে হবে।



ধাপ-০২:- সেখানে যেয়ে এসএসসির রোল নাম্বার,  বোর্ডের নাম, পাশের সন ও রেজিস্ট্রি নাম্বার দিতে হবে এবং একটি ভেরিফিকেশন কোর্ড দেওয়া থাকবে সেটি দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।



ধাপ-০৩:- এখানে আপনাকে সকল তথ্য দেখাবে। সকল তথ্য চেক করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে মোবাইল নাম্বার দিতে বলবে। এখানে উল্লেখ যে, আপনি টাকা দেওয়ার সময় যে নাম্বার দিয়েছেন সেটা দিতে হবে। অন্য নাম্বার দিলে হবেনা। মোবাইল নাম্বারটি আবার "Re-type mobile no" অপশনে দিতে হবে। এখন পিতা-মাতা যে কোন একজনের NID কার্ডের নাম্বার দিতে বলবে (এটা অপশনাল, না দিলে সমস্যা নায়)। এরপর গার্ডিয়ান অপশন থেকে পিতা-মাতা থেকে যে কোন একটি সিলেক্ট করবেন। আপনার যদি কোন কোটা থাকে সেটি সিলেক্ট করে "Next" বাটনে ক্লিক করবেন।


ধাপ-০৪:- এধাপে আপনি সর্বচ্চো ৫টি এবং সর্বচ্চো ১০টি কলেজ সিলেক্ট করতে পারবেন। এখনে আপনাকে প্রথমে বামপাশে দেওয়া আপশন থেকে 

১. বোর্ড সিলেক্ট করতে হবে (মাদ্রাসা বা সাধারন)

২. এ পর্বে জেলা সিলেক্ট করতে হবে (আপনি কোন জেলার কলেজে ভর্তি হতে ইচ্ছুক)

৩. এর পর আপনাকে থানা সিলেক্ট করতে হবে (ওই জেলার আওতায় আপনার কলেজ কোন থানায়)

৪. এর পর আপনাকে কলেজ সিলেক্ট করতে হবে।

৫. এ পর্যায়ে আপনাকে ওই কলেজের সকল তথ্য দেখাবে।
৬. সে তথ্য গুলো নিচের অপশনে সঠিক ভাবে সাবমিট করতে হবে।

৭. তথ্যগুলো সঠিক অপশনে সাবমিট করার পর সেগুলো ভালো ভাবে দেখেনিয়ে নিচে থাকা "Add This College" লেখা বাটনে ক্লিক করতে হবে।

৮. এ ভাবে সর্বনিম্ন ৫টি কলেজ সিলেক্ট করে নিচে ডানপাশে থাকা "Preview Application"  অপশনে ক্লিক করতে হবে।



ধাপ-০৫ :- এ ধাপে আপনাকে আপনার সিলেক্ট করা কলেজের সকল তথ্য দেখাবে। তথ্য গুলো সঠিক থাকলে নিচে থাকা "Submit Application" অপশনে ক্লিক করে সাবমিট করুন। আর যদি কোন ভুল থাকে তাহলে "Continue to Edit" বাটনে ক্লিক করে আবার এডিট করে নিন।



ধাপ-০৬ :- তথ্য গুলো সাবমিট করার পর আপনি সেটা প্রিন্ট করে নিতে পারেন বা পিডিএফ ফাইল ডাউনলোড করেও রাখতেও পারেন।



এভাবে নিজেই করে নিন নিজের আবেদন

শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে আমাদের সাথেই থাকুন

মোঃ মামুন হোসেন



 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.